আমাদের কথা খুঁজে নিন

   

সামুকে আমি ভয় পাই।

বেদনার পায়ে চুমু খেয়ে বলি এই তো জীবন

শুনতে অনেক ব্লগার বন্ধুদের কাছে হাস্যকর মনে হচ্ছে। কিন্তু ঘটনা সত্য। প্রথম যখন আমার বন্ধু রুমানা বৈশাখীর কাছে শুনলাম সামহয়্যার এর কথা, সেখানকার সব প্রিয় ব্লগারের কথা... তখনই আমিও অনুপ্রাণিত হয়ে ব্লগে পোস্ট দেয়া শুরু করলাম। নিরাপদ ব্লগার হতে বেশ অধৈর্য্য সময় কাটিয়ে অবশেষে যখন নিরাপদ হলাম তখন আবিষ্কার করলাম ব্লগে একটা মৃত্যু নিয়েও দলাদলি হয়। হবেই।

মাতৃগর্ভে ভ্রুণ থাকা অবস্থায় আমরা পরিবারের দলাদলির শিকার হই। মেয়ে সন্তান নয়, মেয়ে সন্তান নয়। ছেলে সন্তান চাই। সুতরাং... পরিবেশ থেকে পাব না তাই কি হয়? কিন্তু সামহয়্যারের কথা আলাদা। এখানে সবাই নির্ভেজাল সত্যুক ( সত্যবাদী+মিথ্যুক) হতে বাধ্য।

বাধ্য পক্ষপাতহীন এবং উদাসীন হতে। কেননা, স্বাভাবিক কোন কথা... মনের কোন যন্ত্রণার কথা... একান্ত নিজস্ব কোন স্বপ্নের কথা.... কিংবা দেশের কাছে কিছু চাওয়ার কথাও যদি কারও কাছে মনে হয় ডাম এবং বাম দিকে যাচ্ছে (বাংলাদেশে বিরাজমান ডান বামের মতই সত্য দুই ক্ষমতাসীন ও ক্ষমতাহীন দলের দিকে) তাহলে তো আর কথাই নেই... সাথে সাথে শুরু হবে মাইনাস রেটিং... টিটকারী এবং অতিভদ্রজনের কাছ থেকে আশানুরূপ গালাগালি... এসবই দেখতে পেলাম আমার প্রিয় সামুতে। আমি ব্লগে ঢুকি... এসব দেখে ভয় পাই... আবার চলে যাই... আবারও আসি... ভাঙা স্বপ্ন বুকে নিয়ে... আর ভয় পেয়ে লগ আউট করব না। নিয়মিত ব্লগার হব। ভয় পাচ্ছি... আমার এই পোষ্টটাকে নিয়েও বুঝি সবাই দলদলি করবে... নাহ্! সামুকে যে আমার আবারও ভয় করছে...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।