আমাদের কথা খুঁজে নিন

   

স্নাতকোত্তর শেষ, এবার আইন পড়বেন রুমানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা এবার আইন পড়বেন বলে কানাডার সিবিসি নিউজকে জানিয়েছেন।  
২০১১ সালের ৫ জুন ঢাকায় ধানমণ্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন রুমানা। ওই হামলায় নাকে ক্ষত হওয়ার পাশাপাশি দৃষ্টি শক্তি হারান তিনি।
সিবিসি নিউজকে রুমানা বলেন, দৃষ্টিশক্তি হারানোর পর তাকে বহু বাধা আর জটিলতার মুখে পড়তে হয়েছে। কখনো ভাবেননি, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া (ইউবিসি) থেকে শেষ পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করতে পারবেন।


“এসব হতাশার চিন্তায় আটকে থাকতে চাইনি আমি। আমি বুঝতে পারছিলাম, এভাবেই আমাকে এগিয়ে যেতে হবে। আর এর শুরু হতে হবে এখন থেকেই। ”
চিকিৎসকদের বরাত দিয়ে সিবিসি জানায়,রুমানার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আর কোনো আশা নেই।
তবে অন্ধত্ব শেষ পর্যন্ত বাঁধা হতে পারেনি রুমানার এগিয়ে চলার পথে।

ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় বন্ধুরাও তাকে নানাভাবে সহযোগিতা দিয়েছেন।
বন্ধুদের কেউ কেউ জোরে জোরে বই পড়ে শোনাতেন রুমানাকে। তার মুখ থেকে শুনে তারাই লিখে দিয়েছেন স্নাতকোত্তরের অভিসন্দর্ভ।
শিক্ষকদের উদ্ধৃত করে সিবিসি লিখেছে, বিপর্যয়ের মধ্যেও রুমানার মতো করে ঘুরে দাঁড়াতে আর কোনো শিক্ষার্থীকে দেখেননি তারা।
রুমানার ওপর হামলার ঘটনায় তার স্বামী হাসান সাঈদ সুমনকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।

২০১১ সালের ডিসেম্বরে কারাগারেই তার মৃত্যু হয়।
রুমানা বলছেন, বাংলাদেশে পারিবারিক নির্যাতন ও আইনি ব্যবস্থার বাস্তবতা উপলব্ধি করেই তিনি রাষ্ট্রবিজ্ঞানের বদলে আইন বিষয়ে উচ্চতর শিক্ষা নিতে চান। আপাতত বৃত্তি আর স্টুডেন্ট লোনের টাকায় ল স্কুলের লেখাপড়া শেষ করার ইচ্ছা তার। এরপর কি করবেন, তা এখনো ঠিক করেননি তিনি।
তিনি বলেন, “আমি আরো শিখতে চাই।

তারপর ঠিক করব, কীভাবে আমি এগোবো। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।