আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিতরণ কৃষিঋণ

গত অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ১৩০ কোটি টাকা।
কৃষি ঋণ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী উন্নয়ন ব্যাংক কৃষি খাতে ৮ হাজার ৩১৮ কোটি ৮০ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। যা এই ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রার ৯৬ দশমিক ৬৫ শতাংশ।
বাকি ৬ হাজার ৩৪৮ কোটি ৬৯ লাখ টাকা বিতরণ করেছে দেশি ও বিদেশি বেসরকারি ব্যাংকগুলো। এসব ব্যাংক লক্ষ্যমাত্রার ১১৪ দশমিক ৯৫ শতাংশ কৃষি ঋণ বিতরণ করেছে।


ঋণ বিতরণের পাশাপাশি ঋণ আদায়েরও হারও বেড়েছে। বিদায়ী অর্থবছরে বিগত সময়ে বিতরণ করা ঋণের ১৪ হাজার ৩৬২ কোটি ২৯ লাখ টাকা আদায় হয়েছে।
এছাড়া কৃষিখাতে খেলাপি ঋণের পরিমাণও কমেছে। বর্তমানে এখাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২ দশমিক ৮১ শতাংশ। ২০১১-১২ অর্থবছর শেষে এ পরিমাণ ছিল ১৮ দশকি ৫৪ শতাংশ।


পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত অর্থবছরে বেশিরভাগ ব্যাংকই কৃষি ঋণ বিতরণে ভাল ভূমিকা রাখলেও কয়েকটি ব্যাংক লক্ষ্যমাত্রার অনেক নিচে রয়েছে।
শাহজালাল ইসলামি ব্যাংক বিতরণ করেছে লক্ষ্যমাত্রার ২১ দশমিক ৫৫ শতাংশ, সাউথ-ইস্ট ব্যাংক বিতরণ করেছে লক্ষ্যমাত্রার ৩৩ দশমিক ৬৪ শতাংশ, বাংলাদেশ কমার্স ব্যাংক লক্ষমাত্রার ৩১ দশমিক ৪২ শতাংশ কৃষি ঋণ বিতরণ করেছে।
এই সময়ে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান কৃষি খাতে কোনো ঋণই বিতরণ করেনি।
এছাড়া অন্যান্য বেসরকারি ব্যাংকগুলো বেশি পরিমাণ কৃষি ঋণ বিতরণ করলেও তা করা হয়েছে বেসরকারি সংস্থাদের (এনজিও) মাধ্যমে।
এর আগে ২০১১-১২ অর্থবছরে কৃষিখাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১৩ হাজার ৮০০ কোটি টাকা।

বিতরণ হয়েছিল ১৩ হাজার ১৩২ কোটি ১৫ লাখ টাকা, যা ওই বছরের লক্ষ্যমাত্রার ৯৫ দশমিক ১৬ শতাংশ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।