আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমালেই বোবা ধরে , অদ্ভুত সব স্বপ্ন দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে গেলাম..

স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে ঘুমালে অনেককেই বোবা ধরে এটা শুধু শুনতাম কিন্তু এখন আমি নিজেই এই ঘটনার শিকার হচ্ছি বারবার !! কয়েকদিন আগেই আমার বিশ্ববিদ্যালয়ের দুইজন বড়ভাই মারা গেছেন আত্মহত্যা করে তাঁর মধ্যে একজন আবার আমি যেই কক্ষে পড়ি সেই কক্ষে আসা-যাওয়া করতেন । সেদিন দুপুরে ঘুমিয়ে আছি , হঠাত মনে হল কেউ আমার পাশে বসে আছে । আমার ষষ্ট ইন্দ্রিয় তখন কার্যকর শুধু প্রথম পাঁচটা বাদে !! আমি ঘুমের মধ্যে সম্ভবত ঘুমাচ্ছিলাম আর স্বপ্ন দেখছিলাম !! হাত-পা কিছুই নাড়তে পারছিলাম না আর মনে হচ্ছিল আমার পাশে বসে কেউ আমার ঘাড় চেপে আছে । ঘুমের মধ্যেই ভয় পাচ্ছিলাম আমি না মরে যাই তাহলে ঘরের দরজা ভেঙ্গে আমাকে বের করতে হবে । স্বপ্নে বারবার দেখছিলাম যে একটা বিড়াল আমার পায়ের উপর দিয়ে হেটে যাচ্ছে ।

কিভাবে সেদিন ঘুম ভেঙ্গেছে তা জানি না কিন্তু আমার মনে একটা ভয় ঢুকে গেলো যে আমার বারবার এমনি হবে এবং ঠিক ঠিক তাই হচ্ছে । হুমায়ন আহমেদ স্যার কোন বইয়ে নাকি বলেছেন যে , এই সমস্যা যাদের একবার হয় তাদের বারবার হয় !! আমারও তাই হচ্ছে এখন ঘুমালেই আমার মনে হয় আমার শ্বাস বন্ধ হয়ে আসছে । এই দুর্ভোগ থেকে বাচার কোন উপায় কেউ জানলে আমাকে জানান । আর একটা সমস্যা অনেকের হয় হুট করে মনে হয় আমি শুণ্যে আছি এবং নিচে কোথাও পড়ে যাচ্ছি । হাত-পা বাড়িয়ে তখন কিছুতে স্পর্শ করলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসি তখন ।

এটা ছোট বেলায় প্রায় সবার ক্ষেত্রেই হয়েছে। স্বপ্ন নিয়ে অনেক মজার অভিজ্ঞতা আছে নিশ্চয় অনেকের । জানিয়ে দিন আপনার কোন মজার স্বপ্নের কথা । আমি আমার উদ্ভট স্বপ্নগুলো আপনাদের সাথে পড়ে শেয়ার করব আশা করি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।