আমাদের কথা খুঁজে নিন

   

আজকের কর্মব্যস্ত যুগে নারী

বেশির ভাগ নারীই এখন চট করে বিয়ে করতে চান না। বিয়ের ব্যাপারে নারীরা অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন। বিয়েকেই নারীরা এখন জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে ভাবেন না। এর পেছনে তাঁদের রয়েছে হাজারো কারণ। নারীরা এখন জীবনে সফল হতে চান।

হতে চান স্বাধীন। আর এ পথে বিয়েকে বাধা হিসেবে ভাবেন তাঁরা। পেশাগত সাফল্যকেও এখন অনেক বেশি গুরুত্ব দেন নারীরা। আর তাই জীবনে বিয়ের সিদ্ধান্তটা নারীরা একটু দেরিতেই নিয়ে থাকেন। সম্প্রতি এক জরিপে এমন তথ্যই পাওয়া গেছে।

এ প্রসঙ্গে একটি ব্যাংকের কর্মকর্তা জয়িতা বলেন, সময় বদলেছে। নারীরা এখন অর্থনৈতিকভাবে স্বাধীন। আর তাই তাঁরা বিয়েকেই জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে করেন না। এ ছাড়া বিবাহ বিচ্ছেদের হার এত বেড়েছে যে নারীরা আর বিয়ের ওপর খুব বেশি আস্থা রাখতে পারছেন না। এক প্রতিবেদনে বলা হয়, অভিভাবকেরাও এখন বিয়ের জন্য সন্তানদের বেশি চাপ দেন না।

অনেক বাবা-মা ছেলেমেয়েদের এ বিষয়ে নিজেকেই সিদ্ধান্ত নিতে বলেন। শিল্পী বলেছেন, এখন ৩০ বছর বয়সের পরও নারীদের সন্তান হওয়া স্বাভাবিক। নারীদের ৩৪, ৩৬ এমনকি ৪০ বছর বয়সেও সন্তান হয়ে থাকে। বেশির ভাগ নারী এখন একটি বা দুটি সন্তানের বেশি নিতে আগ্রহী নন। তাই তাড়াতাড়ি সন্তান নিতে হবে এমন চিন্তায় নারীরা তাড়াতাড়ি বিয়ে করতে চান না।

কবিতা নামে অপর এক নারী বলেন, বিয়ে সফল করতে দুজন নর-নারীর মধ্যে অনেক সমঝোতার প্রয়োজন। কিন্তু আজকের কর্মব্যস্ত যুগে নারী ও পুরুষের এ ধরনের সমঝোতা তৈরি করা কঠিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।