আমাদের কথা খুঁজে নিন

   

দুইটা নাম না জানা গান.. দেখেন ত এইগান গুলা সম্পকে কোনো তথ্য দিতে পারেন কিনা..

বি আ ম্যান.. ভাইয়ারা দেখেন ত এই গান গুলা সম্পকে কিছু তথ্য দিতে পারেন কি না। । গান গুলা খুব ভাল লেগেছে কিন্তু গানের নাম বা আর্টিস্ট এর নাম কিছু জানি না। আমি রিলিক্স দিয়ে দিলাম। ১।

এই গানট অনলাইন রেডিও তে শোনছিলাম। একটা ফিমেল ভোকাল এর গাওয়া। অনেক সুন্দর একটা গান। লিরিক্স তুলে দিলাম। মৃত্যু আমি খুজে বেড়াই ছেলেবেলার.. মৃত্যু খুঁজি তবু যেন এই ক্লান্ত আমার প্রহর.. চলতে পথে ঘুড়ি ওড়াই গ্রহীন স্মিতির সেই.. ইচ্ছে করে ফিরে পেতে ফেলে আসা সেই দিন ছেলেবেলা তোমার কাছে আমার অনেক ঋন.. যাচ্ছে বেড়ে মনের বয়স নিজে উনিস-কুড়ি ব্যস্ততা তে বুকের পাঁজর নতুন করে গড়ি.. ইচ্ছে করে ফিরে পেতে ফেলে আসা সেই দিন ছেলেবেলা তোমার কাছে আমার অনেক ঋন.. ২।

আরেকটা রেডিও তে শোনা গান। রেডিও আমার এ শোনছিলাম। সানডে নাইট নামে একটা শো তে। এইগানের মাএ দুটা লাইন শোনছি। এই দুটা লাইন শোনেই গানটা ভাল লেগে গেছে।

নেটে সার্চ দিয়ে এই লিরিক্স এর সাথে মিল আছে এমন লিরিক্স পেয়েছি কিন্তু গানটা পাই নাই। আমার ও যে ইচ্ছে হল গলা ছেরে গাই.. আমার ও যে ইচ্ছে হল তোমায় ছুয়ে যাই.. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।