আমাদের কথা খুঁজে নিন

   

শহীদ মিনারে মানববন্ধন

আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনিমেল হাজবেন্ড্রি অনুষদ খোলার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা আন্দোলনের অষ্টম দিনে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে মানব বন্ধন করে শিক্ষার্থীরা। আন্দোলনের প্রথম দিন থেকেই ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্স ভবনে তালা লাগিয়েছে বিক্ষোভরত শিক্ষার্থীরা । এ প্রসঙ্গে প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভ’ঞা বলেন-‘শিক্ষার্থীদের দাবী যৌক্তিক। আমরা তাদের সাথে একাত্মতা ঘোষনা করছি’ এদিকে বেলা সারে বারটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। একটার দিকে প্রায় তিনশত শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়।

এক পর্যায়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের বিশ জন শিক্ষক তাদেও সাথে মানব বন্ধনে অংশ নেয়। তখন আন্দোলনকারীরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাখাওয়াত হোসেনের বিরেূদ্ধে শ্লোগান দিতে থাকে এবং তার পদত্যাগের দাবী জানায়। একপর্যায়ে সাখাওয়াত হোসেনের কুশপুত্তিলিকা দাহ করা হয়। আজও ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্স অনুষদের কোন ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয় নি। বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন এর যুগ্ম আহবায়ক মো: আফরাদুল ইসলাম বলেন-“আমরা আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে যাব না।

সরকারকে অবশ্যই বাংলাদেশের সকল ভেটেরিনারিয়ানদের নিয়ে ভাবতে হবে। ” খোঁজ নিয়ে জানা যায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনিমেল হাজবেন্ড্রি অনুষদ খোলার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ে গত ১০অক্টোবর থেকে আন্দোলন চলছে। খলিলুর রহমান ফয়সাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মোবাইল: ০১৭১৭৯৯২০৩০ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.