আমাদের কথা খুঁজে নিন

   

শহীদ এর সংগা কি............শহীদ হতে কি ক্ষমতা থাকতে হয়?

আর ভালোলাগে চাঁদনী রাত ......

কিছু কিছু বিষয় মাঝে মাঝে ভীষন ভাবে নাড়া দেয়। যেমনঃ আসলে "শহীদ" বলতে কি বোঝানো হয়েছে? আমি যতটুকু জানি সেটাহলো ধর্মযুদ্ধে নিহত যেকোন সামরিক-বেসামরিক ব্যাক্তিই শহীদ আর বেচে আসলে গাজী। তাহলে আমাদের দেশে এত শহীদের ছড়াছড়ি কেন? বিভিন্ন সময়ে বিদ্রোহ - অপঘাতে যারা মৃত্যু বরন করেছেন (সকলের আত্নার মাগফেরাত কামনা করছি) তারা সবাই শহীদ হয়েছেন বলে ছড়িয়ে দেওয়া হয়। এটি কি ঠিক? আমার জানা নেই...... কিন্তু জানতে চাই। কবরের কাগজে দেখা যায় সীমান্ত এরাকায় বিএসএফ এর গুলিতে বিডিআর বা বাংলাদেশী নিহত। তাহলে এরাওতো "শহীদ" ---- তাইনা? নাকি শহীদ হতে হলে ক্ষমতা থাকতে হয়। সেটাই বোধহয় ঠিক। কেননা এমন কখনও পড়িনি যে বিএসএফ এর হাতে বিডিআর বা বাংলাদেশী শহীদ হয়েছেন। আমি শহীদ বুঝি আর না বুঝি কিছুক্ষনের মধ্যেই যে শহীদ হবো সেটা অনুধাবন করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.