আমাদের কথা খুঁজে নিন

   

উপযুক্ত গালাগালি না পেয়ে অবশেষে নিজেকেই গালি দেই

অসাড় বিকলাঙ্গ হাতে অপার সুখের ছোঁয়ায় মগ্ন থাকি প্রথম আলো পত্রিকার ৫ম পাতার ছোটো একটি খবর যা সম্ভবত,আপনার দৃষ্টি এড়িয়ে গেছে । সংবাদটির শিরোনাম – ধর্ষণের পর শিশুকে পুকুরে নিক্ষেপ। কোমলমতি একটা শিশু,যার পুতুল খেলার বয়স এখন সে হাসপাতালের বিছানায় রক্তাক্ত অবস্থায় শুয়ে হয়তো মাকে বলছে ,”মা আমার কি দোষ?” শিশুটির মার নীরবে চোখের পানি ফেলা ছাড়া কিছুই করার নেই। কি উত্তর দেবে সে? সে কি বলবে,মা এই পৃথিবীটা বড়ই নিষ্ঠুর। যেখানে,নরপশুরা তাদের বিকৃত ক্ষুধা মেটাতে ব্যাবহার করে ছোট্টো গৃহপরিচারিকাকে,পথের ধারে ফুল বেচতে থাকা শিশুটিকে।

বলবে, মা এই পৃথিবীতে নারী, সে কন্যা,জায়া,জননী যে রুপেই থাকুক না কেন তাদের কোন নিস্তার নেই। নিস্তার নেই পঞ্চাশ বছর বয়েসের নানি দাদিদেরও। ওই সব পশুদের লালসার শিকার হয়ে আসছি আমরা সভ্যতার শুরু থেকে। তাদের কারনেই তোর মত কত শিশু অকালে ঝরে গিয়ে , আজ পতিতালয়ে তাদের ক্ষুধা মিটাচ্ছে। মাগো, পুরুষ জাতির কাছে আমরা ভোগের সামগ্রি মাত্র।

যখন যেভাবে চেয়েছে আমাদের কে ব্যবহার করেছে,সমাজ,রাজনীতি,ধর্ম। বিশেষ সময়ে তাদের চাহিদা মেটানর জন্যই আমাদের জন্ম। মাগো,এটাই আমাদের নিয়তি। এটাকে মেনে নেয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। পত্রিকা পড়তে আর ভাল লাগে না।

ছোট্ট একটুকরো খবর কিন্তু নিজেকে পুরুষ হিসেবে কতোটা লজ্জার সম্মুখীন করেছে। পশুটার জন্য উপযুক্ত গালাগালি না পেয়ে অবশেষে নিজেকেই গালাগালি দিতে ইচ্ছা করছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.