আমাদের কথা খুঁজে নিন

   

কাজের উপযুক্ত-অনুপযুক্ত সময়

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, ভালো মানের কাজের জন্য দিনের সবচেয়ে উপযুক্ত আর অনুপযুক্ত সময়। সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, অনেকেই হয়তো জানেন না, অফিসে কাজের জন্য সবচেয়ে ভালো সময় সকাল ১০টা ২৬ মিনিট।
অফিস কর্মচারীদের কার্মক্ষমতাকে কীভাবে বাড়ানো যায়, সেটি জানার জন্যই গবেষণাটি করা হয়েছিল। তবে কর্মক্ষমতা হ্রাস-বৃদ্ধির সঙ্গে সময়ের বিষয়টি ব্যাখ্যা করতে পারেননি গবেষকরা।
চার শতাধিক ব্যক্তির উপর গবেষণাটি করা হয়।

এতে জানা গেছে, সকাল ১০টা ২৬ মিনিট অফিসের কাজের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এ সময়টিতেই কর্মীদের কর্মক্ষমতা উচ্চ পর্যায়ে থাকে এবং তাদের কাজের মান ভালো হয়।
গবেষণায় আরও জানা যায়, কর্মীর কাজের জন্য সবচেয়ে অনুপযুক্ত সময় দুপুর দুইটা ৫৫ মিনিট। এ সময়টিতে কর্মীরা অন্যমনস্ক থাকে এবং তাদের কাজের মান সে কারণে খারাপ হয়। পুরো বিষয়টিই মনস্তাত্ত্বিক বলে ধারণা করছেন গবেষকরা।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.