আমাদের কথা খুঁজে নিন

   

উপযুক্ত মূল্য

.............নিজেকে আবিষ্কার করা সবচেয়ে কঠিনতম কাজ। জীবনে আর কী করতে পেরেছি, জানিনা। মহান সৃষ্টিকর্তার কাছে শুকরীয়া, তিনি আমাকে নিজেকে আবিষ্কার করার ক্ষমতা দিয়েছেন। আমি জানি আমি কী, আমার দূর্বলতা কী, আমার শক্তি কী, আমার উদ্দেশ্য কী এবং আমার গন্তব্য কোথায়।

লিখেছিলাম সনেট , গতানুগতিক ছন্দ হলো না না মানা , তাইতো সবার কাছে চেয়ে নিলাম ক্ষমা ।



উপযুক্ত মূল্য

বেঁধেছিলাম শূন্যে স্বর্গ গড়ার স্বপ্ন ,
অনেকটা ছিলাম বিভোরতায় মত্ত ।
ভাঙাগড়া স্বপ্ন যখন ডানা ঝাপটে ,
বাস্তবতার পটে শুধু আশা লেপটে ,
জন্মে ছিলো হৃদয়ে ভ্রান্ত এক বিশ্বাষ ।
তাই ছিলো চাওয়া তুচ্ছ এক আশ্বাষ ।
আচমকা ঘোর কাটে উপযূক্ত মূল্যে ,
পেলাম শুধু ধুলা ভালবাসার তূল্যে । ।



স্বপ্নগুলো তোমাতে হলাম আমি শূন্য ,
কষ্টগুলো থাক সবই আমার জন্য ।
তোমার পথে অর্চণা না আমার কাম্য ,
তোমার মঙ্গল তবো শুধু যে আরাধ্য ।
তোমার উপহারে হলাম যাহা গণ্য ,
সত্য বলছি এবার তাতে আমি ধন্য । ।

রাত ২.০৫
৬ মার্চ ২০১৪



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.