আমাদের কথা খুঁজে নিন

   

আমার অপ্রকাশিত কবিতা ।

এক দিনের জন্য নায়ক হতে চাই । ফিরিয়ে দাও ফিরিয়ে দাও শৈশবে ঘুরে বেড়ানোর দিনগুলি ফিরিয়ে দাও কৈশোরে ছুটে চলার দিন গুলি সবকিছু আজ যান্ত্রিক নগরে বন্ধ এ জীবন !! মানুষ না অসভ্য টাকার জন্য সব কিছু আর দন্দ্ব । ফিরিয়ে দাও স্কুলের সেই আনন্দ আবিরাম খেলাধুলা আর বন্ধুদের সাথে দুষ্টামিতে মগ্ন । ফিরিয়ে দাও যুবক বয়ষের প্রেমের সেই ঊত্তাপ, ফিরিয়ে দাও বন্ধুদের সাথে বাইকে করে শত মাইল পাড়ি দেবার সেই রোমাঞ্চকর দিনগুলি । ফিরিয়ে দাও কলেজের সেই মধুর দিনগুলি ।

ক্লাস ফাকি দিয়ে সিনেমা দেখা আর মেয়েদের সাথে আড্ডা । ফিরিয়ে দাও ভার্সিটি লাইফের সোনালি দিন গুলি । আমি বাচতে চাই , চাই না এ অসভ্য নগর সভ্যতা । যেখানে মানুষ ছুটে টাকার পেছনে । দেশ সেবার নামে লুটপাটের রাজনীতি ।

ফিরিয়ে দাও ভালবাসা, ফিরিয়ে দাও শান্তি । তারিখঃ১৭ অক্টোবর ,২০০১ বাসা । (r) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।