আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রকাশিত-১

আমি কি হনুরে... ৩ ... ;)

১৭ থেকে ২১/২২, এই চার/পাঁচ বছর আমি কিছু লেখা লিখি করেছি। শুধু নিজের জন্য, আর কারো জন্য না। খুব ঘনিষ্ঠ ২ বন্ধুকে শুধু দেখাতাম বা পড়ে শুনাতাম। সবকিছুই এই ৩ জনের মধ্যে সীমাবদ্ধ ছিল, কোথাও কিছু ছাপা হয়নি বা দেইও নি। আমি কবিতা তেমন লিখতে পারিনা, ছোটবেলা থেকেই পড়তে বেশি পছন্দ করি ছন্দ মেলানো ছড়া।

তাই আমার স্বল্প কিছু লেখার মধ্যে ছড়া টাইপ লেখাই বেশি। কিছু আবার হারিয়েও গ্যাছে। যেহেতু বাসায় কেউ জানতইনা যে আমি লিখি, আম্মা একবার না বুঝে আমার একটা ডায়রি ফেলে দেয় । আরেকটা কথা, আমার সব লেখাই শিরোনামহীন কিছুতেই নাম দিতে পারিনা ছড়া: লাঠি শুধু লাঠি নয় দোষ গুণ তার আছে, প্রতিদিন প্রতিনিয়তই সে লাগে মানুষের কাজে। দুষ্ট লোকের দমনে লাঠি কাজ করে চলে সমানে, এ কর্মে লাঠির বিকল্প নাই স্বীকারে না কোন্‌ জনে? অন্ধ জনের পথের আলো সাদা একখানা লাঠি, বিবেক বুদ্ধিহীন জড়, তবু সার্ভিস দেয় খাঁটি।

খেলাতেও লাঠি কম যায়না লাঠি খেলে লাঠিয়াল, ঐতিহ্যর ধারণে তারা মাতিয়েছে কতকাল! কখনো বা বুড়ো দাদুর সঙ্গী সুখ দু:খের সাথী, হোকনা সোনাতে রূপাতে বাঁধানো তবুও তো সে লাঠি। অমানুষ যারা ব্যবহারে লাঠি অন্যায়, হত্যাতে তখন লাঠিই জ্বলে ওঠে প্রতিবাদী জনতার হাতে। । ----------------------------------- (লজ্জা মিশ্রিত হাসি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।