আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুর আগে প্রেমিকাকে লেখা শেষ চিঠি

আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলতে চাই আধুনিক ইংরেজি প্রেমের কবিদের সেরা কবি হিসাবে পরিচিত জন কিট্‌স৷ খুব অল্প বয়সে মারা গেলেও আজও তার কবি প্রতিভাকে কেউ অস্বীকার করতে পারে না৷ মাত্র 23 বছর বয়সে এক সাদাসিধে মেয়ে ফ্যান্নি ব্রনির প্রেমে পড়ে কিট্‌স৷ দুর্গ্যবশত, হঠাৎই ডাক্তারি পরীক্ষায় তার শরীরে যক্ষা ধরা পড়ে, যা তাঁকে আপাত ভাবে মেরেই দেয়৷ ফলত কিট্‌স এবং ফ্যান্নি ব্রনির মধ্যে বিবাহের সম্ভবনায় দাঁড়ি পড়ে যায়৷ বিখাত এই কবির মৃত্যুর কয়েক মাস আগে রোম থেকে ফ্যান্নিকে লেখেন এই চিঠিটি... প্রিয় ফ্যান্নি তুমি মাঝেমধ্যেই শঙ্কায় থাকো, যে তুমি যতটা চাও আমি তোমাকে ততটা ভালোবাসি না। প্রিয়া, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি, কোনরকম পরিমাণ ছাড়াই আমি তোমাকে ভালোবাসি৷ আমি তোমাকে যতটা না ভালোভাবে চিনেছি বা জেনেছি তার থেকেও বেশি ভালোবেসেছি৷ তুমি আমার কাছে চিরনতুন৷ তোমার দেওয়া শেষ চুম্বন ছিল সবথেকে মিষ্ট়ি, শেষ দেখা হাসিটাও ছিল সবথেকে উজ্জ্বলতর়, তোমার শেষবারের গতিপ্রকৃতি ছিল সবথেকে আকর্ষণীয়৷ তুমি গতকাল যখন আমার বাড়ির জানালার পাশ দিয়ে চলে গিয়েছিলে, আমি এতটাই বিস্ময়াপন্ন হয়ে গিয়েছিলাম যেন মনে হচিছল যেন আমি তোমাকে প্রথমবারের জন্য দেখলাম৷ তুমি একবার আমাকে আংশিক অভিযোগ জানিয়ে বলেছিলে আমি নাকি তোমাকে শুধু তোমার সৌন্দর্যের জন্য ভালোবাসি৷ তোমার ভালোবাসা ছাড়া আমার কাছে আর কিই বা থাকতে পারে? আমি কি তোমার হৃদয়কে আমার পরিপূর্ণতা ছাড়া দেখতে চেয়েছি বা দেখেছি? কোনও কু-দৃষ্টিভঙ্গি আমার কাছ থেকে তোমাকে নিয়ে চিন্তাকে দূরে সরিয়ে নিতে পারবে না৷ এই আলোচনা বাড়তে বাড়তে সুখ-দুঃখের একটা বিষয়ে পৌঁছে যেতে পারে, কিন্তু আমি সেই আলোচনা বাড়িয়ে সেখানে পৌঁছাতে দেব না৷ যদি তুমি আমাকে ভালো নাও বেসে থাকো তাহলেও তোমার প্রতি আমার ভালোবাসাকে আটকাতে পারব না৷ তাহলেই তুমি বোঝ যে, তুমি আমাকে ভালোবাসো এটা জেনে আমি তোমাকে নিয়ে কতটা আচ্ছন্ন থাকি৷ আমার হৃদয় এবং মন এতটাই অসন্তুষ্ট এবং চঞ্চল ছিল যে আমি তাকে আয়ত্তে আনতে পারিনি৷ তোমাকে ছাড়া আমার মন আর কোনও কিছুর উপর এতোটা ভরসা বা স্বস্তিতে নিশ্চিন্তে থাকতে পারে৷ যতক্ষণ তুমি আমার ঘরে ছিলে আমার মন জানালার বাইরে ডানা মেলে পালিয়ে যেতে পারে নি – তুমি সবসময় আমাতে চিন্তামগ্ন হয়ে থাকো৷ তুমি তোমার শেষ চিঠিতে আমাদের ভালোবাসার প্রতি যে উদ্বেগ প্রকাশ করেছ তা আমাকে ভীষণ আনন্দ দিয়েছ়ে, যাইহোক না কেন আমার উৎপীড়ন নিয়ে তোমাকে আর শঙ্কিত থাকতে হবে না, আমিও আর ভাবব না যে তুমিও আমার কাছে সামান্য হলেও আকর্ষণের বিষয়৷ ভালোবাসাসহ জে. কিট্‌স মার্চ, 1820, রোম (সংগ্রহিত)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.