আমাদের কথা খুঁজে নিন

   

দাখিলে শীর্ষস্থানে গাজীপুরের তামিরুল মিল্লাত

গতবার এই প্রতিষ্ঠানটি ৮৭ দশমিক ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অর্জন করেছিল।
বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ১০ বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়।
নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি সূচক মূল্যায়ন করে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে।
এর পরেই ৮৫ দশমিক ৮৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানীর উত্তরার তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা।
তৃতীয় স্থানে রয়েছে ঢাকার ডেমরার দারুণজান্নাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, প্রতিষ্ঠানটির পয়েন্ট ৮৫ দশমিক ২৮।


এছাড়াও ৮৩ দশমিক ০১ পয়েন্ট পেয়ে চুতর্থ অবস্থানে রয়েছে যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ৮২ দশমিক ৯৬ পয়েন্ট পেয়ে পঞ্চম অবস্থানে ঝালকাঠি সদরের এন এস কামিল মাদ্রাসা।
৮২ দশমিক ৩৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে পিরোজপুরের সর্ষিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা, ৮১ দশমিক ৭২ পয়েন্ট পেয়ে সপ্তম চট্টগ্রাম পাঁচলাইশের জামিয়া আহমাদিয়া সুন্নি মহিলা মাদ্রাসা, ৮০ দশমিক ২৯ পয়েন্ট পেয়ে অষ্টম ডেমরার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মহিলা শাখা, ৭৯ দশমিক ৪২ পয়েন্ট পেয়ে নবম পাবনা সদরের ইসলামিয়া আলিম মাদ্রাসা এবং ৭৮ দশমিক ২৮ পয়েন্ট পেয়ে দশম অবস্থানে রয়েছে নরসিংদীর জামিয়া-ই-কাশেমিয়া কামিল মাদ্রাসা।
এছাড়া সেরা বিশে থাকা অন্য মাদ্রাসার মধ্যে রয়েছে রংপুর সদরের ধাপ সাতঘরা বায়তুল মুকাররাম কামিল মাদ্রাসা, উত্তরার উত্তরা বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা, রাজবাড়ি সদরের ভান্ডারিয়া এসআই ফাজিল মাদ্রাসা, লালবাগের হাফেজ আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, লক্ষীপুর সদরের তুমচর এসই ফাজিল মাদ্রাসা, চট্টগ্রাম পাঁচলাইশের জামিয়া আহমাদিয়া সুন্নী কামিল মাদ্রাসা, নওগাঁ সদরের নামাজঘর গাউসুল আজম কামিল মাদ্রাসা, চট্টগ্রামের চাঁদগাঁও কামালে ইশক ই মুস্তাফা আলিম মাদ্রাসা, পটুয়াখালির বাউফলের পোনাহুরা নেসারিয়া আলিম মাদ্রাসা এবং খুলনা কামিল মাদ্রাসা।
এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৮ দশমিক ৪৭ শতাংশ।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।