আমাদের কথা খুঁজে নিন

   

ট্যাব পিসি. টেকী সাহেবরা একটু কনফিগ. দেখে দিন /

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility ভাইয়ের জন্য একটা ট্যাবলেট পিসি চয়েস করেছি দাম ১৫ হাজার হবে । ৭ ইঞ্চি , ৮ গিগা + এক্সট্রা স্লট মেমোরী ইত্যাদি । একটু দেখে দিন । এটার আয়ুকাল কত হতে পারে ? এই কোম্পানীর ট্যাব পিসির দাম অনুযায়ী মান কেমন হতে পারে ? কত দিন ভাল চলবে ইত্যাদি । আমার ভাই একটু বাংলাতে পত্রিকা পড়বে আর হালকা ছবি ঘাটাঘাটি আর ইউটিউব চ্যানেল আর কিছু মুভি দেখবে ।

তেমন কোন ভারী কাজ করবে না । সাধারণ কাজের জন্য । এটার ওয়াইফাই স্পিড কি ভাল হবে ? আর এটার গতি কি রকম হবে যদিও ১গিগা গতি লেখা আছে । কিন্তু যদি ধীর গতির হয় তাহলে কিনতে চাব না । আর এটা এন্ড্রয়িড ২.১ এর তাও লক করা ।

তার মানে সহজে আপডেট করা যাবে না । তারা না প‌্যাচ ছাড়লে । ২.২ ফার্মওয়্যার আপডেট করার ব্যবস্থা আছে তাদের ওয়েব সাইটে । আর এক্ষেত্রে কি করতে পারি ? লক করা এন্ড্রয়িড কি মুছা যাবে ? আর ২.১ এ কা বাংলা ইউনিকোড সাপোর্ট করে ? সেখানে এন্ড্রয়িড স্টোরটি নেই । সেক্ষেত্রে কি করা যাবে ? Creative Labs ZiiO 7" Tablet-PC 8GB হোয়াইট (70PZ033509HH5) Cortex-A8 1.00GHz 8GB flash • • (IGP) shared memory • USB • HDMI 2.0/WiFi 802.11bg/Bluetooth • microSD card slot (SDHC compatible) • Webcam • 7 "WVGA TFT resistive touch screen (800x480) • Android 2.1 • Li-polymer battery • 0.40kg • 12 months warranty • Dimensions: 207.4x133x13.7mm EAN code: 5390660175589 আপাতত এটি চয়েছে আছে , আর কিছু দেখব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.