আমাদের কথা খুঁজে নিন

   

স্যামসাং গ্যালাক্সি ট্যাব



গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমভিত্তিক ডিভাইস স্যামসাং গ্যালাক্সিট্যাব। যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি, ভেরিজন ওয়্যারলেস, স্প্রিন্ট নেক্সটেল এবং টি-মোবাইল এই চারটি ক্যারিয়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গ্যালাক্সিট্যাব বাজারজাত করছে স্যামসাং। এই ডিভাইসটির জন্য বিশেষভাবে ভায়াকম এর এমটিভি নেটওয়ার্ক, প্যারামাউন্ট পিকচার্স, এনবিসি ইন্টারন্যাশনাল-এর সঙ্গেও চুক্তি স্বাক্ষর করেছে স্যামসাং। এতে করে ডিভাইসটিতে টিভি অনুষ্ঠান, চলমান ধারাবাহিকের পর্ব এবং নতুন বা পুরনো মুভি কিনে দেখা যাবে। আইপ্যাডের সমালোচিত অন্যতম একটি দিক হলো ক্যামেরা না থাকা। স্যামসাং গ্যালাক্সি ট্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে তাই ঘটা করে জানিয়েছে, এই ডিভাইসটির রয়েছে ২টি ক্যামেরা। সামনে ও পেছনের এই দু’টি ক্যামেরা ভিডিও কনফারেন্সিংয়ের কাজেও ব্যবহার করা যাবে বলে জানা গেছে। অ্যাপ্লিকেশনের জন্য গুগল অ্যান্ড্রয়েড মার্কেটে রয়েছে প্রায় ৮০ হাজার অ্যাপ্লিকেশন যা থেকে ব্যবহারকারী পছন্দমতো বেছে নিতে পারবেন তাদের পছন্দের বা কাজের অ্যাপ্লিকেশনটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.