আমাদের কথা খুঁজে নিন

   

নতুন যত ট্যাব আসবে

ট্যাবলেট নিয়ে প্রযুক্তি বাজারে চলছে মাতামাতি। প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো ট্যাবলেট বাজারে প্রতিযোগিতা করছে। এ বছর বাজারে আসতে পারে নতুন নতুন অনেক ট্যাব। এর মধ্যে বেশ কিছু ট্যাব নিয়ে এখনও গুঞ্জন রয়েছে আবার বেশ কিছু ট্যাব বাজারে ছাড়ার বিষয়ে নিশ্চিত করেছেন নির্মাতারা।

আইপ্যাড ৫
৯ দশমিক ৭ ইঞ্চি মাপের মোটাসোটা আইপ্যাডের দুই প্রজন্মের পর এবারে হালকা-পাতলা মডেলের নতুন আইপ্যাড বাজারে আনতে পারে অ্যাপল।

প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, আইপ্যাডের পঞ্চম সংস্করণ অর্থাত্ আইপ্যাড ৫ হবে আইপ্যাড ৪-এর তুলনায় ২৫ থেকে ৩৩ শতাংশ পর্যন্ত হালকা। নতুন সেন্সর প্রযুক্তি, রেটিনা ডিসপ্লেযুক্ত আইপ্যাড ৫ চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ বাজারে আনার ঘোষণা দিতে পারে অ্যাপল। দাম হতে পারে ৫০০ থেকে ৭০০ ডলার।

সাত ইঞ্চি সারফেস
সারফেস ব্র্যান্ডের ৭ ইঞ্চি মাপের ট্যাব বাজারে আনতে পারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। উইন্ডোজনির্ভর সাশ্রয়ী এ ট্যাবলেটটি চলতি বছরের শেষ নাগাদ বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি।

এ ট্যাবলেটে ব্যবহূত হবে ইনটেলের দ্রুতগতির হ্যাসওয়েল প্রসেসর। থাকবে উন্নত রেজুলেশনের ডিসপ্লে ও বিভিন্ন ফিচার।

আট ইঞ্চি নকিয়া ট্যাব
চলতি বছরের শেষদিকে বাজারে ট্যাবলেট আনতে পারে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা নকিয়া। উইন্ডোজের নতুন সংস্করণ ৮.১ অপারেটিং সিস্টেমনির্ভর নকিয়ার ট্যাবলেটে থাকবে উন্নত রেজুলেশনের ডিসপ্লে। ৪১ মেগাপিক্সেলের ৮০৮ পিওরভিউ প্রযুক্তির লুমিয়া ১০২০ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দেওয়ার পর নকিয়া এবারে সাশ্রয়ী দামের ট্যাব নিয়ে ভাবতে পারে।



স্যামসাংয়ের অ্যাটিভ ট্যাব
দশমিক ৩২ ইঞ্চি পুরু ও এক দশমিক ২১ পাউন্ড ওজনের একটি উইন্ডোজ ট্যাবের মডেল বাজারে আনার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। স্যামসাংয়ের দাবি, ‘অ্যাটিভ ট্যাব ৩’ নামের এ ট্যাবলেটটিই বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট। উইন্ডোজনির্ভর ১০ দশমিক এক ইঞ্চি মাপের ‘অ্যাটিভ ট্যাব ৩’ ট্যাবলেটটিতে রয়েছে ইনটেলের দ্রুতগতির ক্লোভার ট্রেইল চিপ। এতে ফটোশপের পূর্ণ সংস্করণ ও মাইক্রোসফটের অফিস সফটওয়্যার ব্যবহার করা যায়।

এসারের আট ইঞ্চি ট্যাব
উইন্ডোজনির্ভর ৮ ইঞ্চি মাপের ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে এসার।

উইন্ডোজের নতুন সংস্করণ ৮.১ অপারেটিং সিস্টেমনির্ভর ৮ ইঞ্চি মাপের উইন্ডোজ ট্যাবলেটটি হচ্ছে প্রথম ছোটো মাপের উইন্ডোজ ট্যাবলেট। এসার এ ট্যাবলেটটির নাম দিয়েছে এসার আইকনিয়া ডব্লিউ ৩। এলইডি ব্যাকলিট ডিসপ্লেযুক্তএ উইন্ডোজ ট্যাবলেটটিতে থাকছে ইনটেলের অ্যাটম প্রসেসর, দুই গিগাবাইট র্যাম, ৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধা। ৩২ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতাযুক্ত আইকনিয়া ট্যাবটির দাম পড়বে ৪২৯ মার্কিন ডলার।

লেনোভোর হাইব্রিড ট্যাব
চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো ১০.১ ইঞ্চি মাপের উইন্ডোজনির্ভর হাইব্রিড ট্যাব বাজারে আনার ঘোষণা দিয়েছে।

‘মিক্স’ নামের এ ট্যাবলেটের সঙ্গে কিবোর্ড যুক্ত করে ল্যাপটপের মতোও ব্যবহার করা যাবে। হালকা-পাতলা ১০ ইঞ্চি মাপের ট্যাবলেটটিতে ইনটেলের শক্তিশালী প্রসেসর ও দুই গিগাবাইট র্যাম থাকবে। এ ছাড়াও এতে থাকবে সিমকার্ড স্লট। উন্নত রেজুলেশনের ডিসপ্লেযুক্ত এই উইন্ডোজ ট্যাবটির দাম ৫০০ মার্কিন ডলারের মধ্যেই রাখবে প্রতিষ্ঠানটি।

এলজির এইচডি ট্যাব
উইন্ডোজনির্ভর একটি ১০ ইঞ্চি মাপের ট্যাব বাজারে আনতে পারে এলজি।

এলজির এইচ১৬০ নামের এ ট্যাবের সঙ্গে বিল্ট ইন কিবোর্ড থাকবে। উন্নত রেজুলেশনের ডিসপ্লে ও শক্তিশালী প্রসেসর নির্ভর এ ট্যাবটি হবে হালকা-পাতলা। ইনটেল প্রসেসরের এ ট্যাবটির দাম ৭০০ ডলারের মধ্যে রাখবে এলজি।

হুয়াউয়ের সাত ইঞ্চি ট্যাব
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর নতুন ট্যাবলেট বাজারে আনছে রেছে চীনের টেলিকম পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াউয়ে। চলতি বছরের শেষ নাগাদ হুয়াউয়ে ব্র্যান্ডের নতুন ট্যাবলেট বাজারে আসতে পারে।

সাত ইঞ্চি মাপের মিডিয়াপ্যাড নামের এ ট্যাবলেটে থাকবে ফুল এইচডি ডিসপ্লে, ডুয়াল কোরের প্রসেসর। হালকা-পাতলা এ ট্যাবলেটের দাম ২০০ ডলারের মধ্যেই থাকবে। ৭ ইঞ্চি মাপের মিডিয়াপ্যাড ছাড়াও এ বছর নতুন উইন্ডোজট্যাব আনতে পারে হুয়াউয়ে।

এইচপির স্লেট
হিউলেট প্যাকার্ড বা এইচপি এ বছরের শেষ নাগাদ সাশ্রয়ী দামের সাত ইঞ্চি মাপের স্লেট বাজারে আনতে পারে। অ্যান্ড্রয়েডনির্ভর এ স্লেট বা ট্যাবে থাকবে দ্রুতগতির প্রসেসর, উন্নত রেজুলেশনের ডিসপ্লে।



অন্যান্য
চলতি বছরের সম্ভাব্য ট্যাবলেটের তালিকায় রয়েছে ব্ল্যাকবেরি ও গুগলের নাম। ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর নতুন ট্যাবলেট বাজারে আনতে পারে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ। এদিকে, শিগগিরই সাত ইঞ্চি মাপের অ্যান্ড্রয়েডনির্ভর নতুন প্রজন্মের নেক্সাস ট্যাব ঘোষণা দেবে গুগল। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.