আমাদের কথা খুঁজে নিন

   

মাঝরাতের প্রলাপ

গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে, ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। রাত নিঝুম, বাহিরে ঝিঝি পোকার ডাক, আমার দুচোখে আজা কোন ঘুম নেই। ঘুম পাড়ানি মাসি পিসিরা সব কোথায় গেছে কে জানে। খুব কান্না পাচ্ছে বটগাছ। তোমার ডালে যখন অন্য কোন পাখি বসে আর তুমি সেই পাখিতেই মগ্ন হয়ে আমাকে ইগনোর কর তখন ইচ্ছে করে নিজেকে খুন করে ফেলি।

আজ অনেকদিন পর বুক ভরে অভিমান উথলে উঠছে। চোখে জল আসছে, কিন্তু না আমি কাঁদব না। কাঁদার দিন আমার শেষ। শোন বটগাছ আমিও দুঃখ দিতে জানি। আমিও ইগনোর করতে জানি।

এখন ভেবে দেখ তোমার বোকা ফড়িং এর দেয়া অবহেলা সহ্য করবার মত ক্ষমতা তোমার অছেতো??? খুব খুব খুব খারাপ লাগছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।