আমাদের কথা খুঁজে নিন

   

অসমাপ্ত

মাথা খালি :( হয়তো তখন দুপুর ছিল হয়তো বিকেল অথবা সন্ধ্যা, কিন্তু সময়ের ক্লান্তি ছিল না। ধীরলয়ে ছুঁয়ে যাওয়া জল আর পায়ের নিচে সরে সরে যাওয়া বালির মতই অনুভুতিগুলোও শিরায় উপশিরায় পথ খুঁজছিল। স্থবির তবু প্রাণহীন ছিল না, বর্নহীন আকাশটাও আর বিবর্ন ছিল না, আর কিছুই ছিল না তবু কোন কিছুর কমতিও ছিল না। ঠোঁট ছুঁয়ে যাওয়া কিছু বাতাস ছিল, আর ছিল অনেক দূরের কারও মুগ্ধতা। নাহ্, সে বাতাস আমার কাছে আসে নি আর তাই এ অসমাপ্ত কথার শেষেও কোন যতি চিহ্ন নেই  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।