আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীনফোন অনিয়ম আর দুরনীতি

আমাদের দেশে সবচে বড় মোবাইল অপারেটর হলো গ্রামীনফোন। আসলে আমরা শুধু গ্রামীনফোন এর খবর শুধু বাহির থেকে দেখে থাকি আর এর ভীতরে যে কত অনিয়ম আর দুরনীতি রয়েছে শুধু তারাই বলতে পারবে যারা এর ভীতরে কাজ করে। এর মধ্যে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যারা আসলে খুবই কাজ করে আর এমন কিছু ডিপার্টমেন্ট আছে যারা নাকে তেল দিয়ে মাসের পর মাস লাক্ষ লাক্ষ টাকা কামাচ্ছে। এবার আসি সাধারন গ্রাহকদের কথা। আপনি সিম কিনার আগেই আপনার সিম আরেক জনের কাছে বিক্রি হয়ে যায়।

সে সিমের জন্য আপনাকে আবার আন্ডারটেকিং করাতে হয়। এ ছাড়াতো রয়েচ্ছে রিপ্লেস্মেন্ট, রিকানেকসন, ইউটি, এসবি, যাতে পুরা ইনফরমেসন থাকে ভুল। ভুয়া ছবি, ভুয়া ভোটার আইডি কার্ড বানিয়ে সিম বিক্রি করা হয় যার প্রমান হলাম আমি। আমার নিজের ছবি দিয়ে ৭০/৮০ সিম বিক্রি হয়েছে বিভিন্ন জেলা থেকে। আমি কমপ্লিন করেছিলাম কোন লাভ হয়নি।

প্রতিদিন ৩/৪ হাজার সিম বিক্রি কাগজ এবং ২০/২৫ হাজার সিমের আন্ডারটেকিং কাগজ আসে। আসলে এগুলো কোথা থেকে আসে বাঙ্গালীরা কি এগুলো মাথায় দেয় নাকি খায়। BTRC যখন কোন কিছু জানতে চায় তখন তাদের কে ৯-৬ দিয়ে বুজানো হয়। এবার আসি জিপি কর্মীদের নিয়ে কিছু কথা, মাঝ খানে বিনা কারনে ১০০/১৫০ জনের চাকরি চলে গেলো তারা রাশ্তায় নেমে আনদোলোন করলো কিন্তু মিডিয়াতে প্রচার করতে দেওয়া হয়নি। কারন টাকা দিয়ে বাংলাদেশে সব কিছু করা যায়।

কাগজে বা টিভিতে কখানো জিপি বিরুদ্বে কিছু বলতে শুনেছেন কখনো শুনেন্নি আর শুনবেন ও না কারন মিডিয়া ও সরকারের সাথে লিয়াজো করার জন্য জিপি আলাদা একটা ডিপার্টমেন্ট রয়েছে। জিপি প্রায় ৪ বছর যাবত থার্ড পার্টি দিয়ে কাজ করাচ্ছে। খুবই কম বেতন দিয়ে তাদের কে কাজ করানো হয়। সারা দিন যে ভাবে কাজ করানো হয় সে হিসেবে বেতন খুবই অল্প। তাদের সাথেও ব্যবহার খারাপ করা হয়।

তাদের দাবি দাওয়া নিয়ে আজকে তারা আন্দোলনে ডাক দিয়েছে। জিপি হাউজে তারা সবাই একসাথে আন্দোলন করবে। এসব বিষয় কখনো মিডিয়াতে আসেনা। যাদের আয় ৩৫ হাজার কোটি টাকা তার বেশী ভাগই চলে যায় বাংলাদেশের বাহিরে। তারা কিনা সরকারকে ৩ হাজার কোটি টাকা দিতে পারেনা।

সরকার যদি এবার তাদের কিছু করতে না পারে তাহলে আর কখনো কিছু করতে পারবেনা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.