আমাদের কথা খুঁজে নিন

   

আমি যেভাবে গ্রামীনফোন ও সিটিসেলকে বাঁশ দিয়েছিলাম। গ্রামীনফোন পর্ব।

http://www.facebook.com/Kobitar.Khata

আপনারা আগেই শুনেছেন আমি কি করে সিটিসেলকে বাঁশ দিয়েছিলাম। আমি যেভাবে গ্রামীন ফোন ও সিটিসেলকে বাঁশ দিয়েছিলাম। সিটিসেল পর্ব। এবার শুনুন গ্রামীন ফোনকে বাঁশ দেয়ার গল্প। আরাম করে বসুন এবং শুনুন।

কোন মোবাইল কোম্পানী কোন বিশেষ অফার দেয়া মানে আপনার নাকের সামনে টোপ ঝুলানো। বুদ্ধিমান মাত্রই এটা জানেন। তারা টকটাইম ফ্রি বা অন্য কিছু ফ্রি কিন্তু এমনি এমনি দেবেন না। আপনাকে ১০ টাকা ফ্রি দিয়ে ১০০ টাকা কামানোই তাদের মূল উদ্দেশ্য। বছর তিনেক আগে গ্রামীন ফোন একটি অফার দিয়েছিল পোষ্ট প্রেইড সিম কিনলে রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ইন্টারনেট ফ্রি।

সেই প্যাকেজটির এমনিতে মূল্য ছিল ভ্যাটসহ ৩৪৫ টাকা। তার মানে তিন মাসে ১০৩৫ টাকার ইন্টারনেট ব্যবহার করা যাবে। কিন্তু কেউ সিম কিনলে তো শুধু ইন্টারনেট ব্যবহার করবে না, কলও করবে। তা ছাড়া রাত ১২ টা থেকে কেইবা ফ্রি ইন্টারনেট ব্যবহারের জন্য বসে থাকবে। গ্রামীণের টোপটি কি এখন বুঝতে পারছেন? আমি কিন্তু স্বজ্ঞানে সুস্থ্য মস্তিষ্কে টোপটি গিললাম।

তখন হাতে সময় ছিল অঢেল। দিন আর রাত বলে কোন কথা ছিলনা। প্রত্যেকদিন রাত বারোটা থেকে ইন্টারনেট ব্যবহার করতাম। টানা তিন মাস ব্যবহার করেছি। তার মানে ৫০০ টাকা দিয়ে সিম কিনে ১০৩৫ টাকার ইন্টারনেট ব্যবহার করা হলো।

তিনমাস পর নিজের পকেটের টাকা দিয়ে নেট ব্যবহার করতে হবে। গ্রামীনের নেট ছিল ভিষণ স্লো। ফ্রি দেখে তিন মান দাঁতে দাঁত কামড় দিয়ে ব্যবহার করেছি। কিন্তু এখন পয়সা দিয়ে রাত জেগে এই স্লো নেট ব্যবহার করবো!!! আমাকে কি পাগলা কুত্তা কামড়াইছে? সুতরাং সিটিসেলের উপর যে পদ্ধতি প্রয়োগ করেছিলাম তা গ্রামীণের উপর প্রয়োগের সিদ্ধান্ত নিয়ে পেললাম। শুরু করলাম দেশ বিদেশে সবার কাছে সমানে ফোন করা ।

সে যে কি সুখ বলে বোঝানো যাবে না। লাইন না কাটা পর্যন্ত এই নিয়মে চলতে থাকল। লাইন কাটার পর দেখি ব্যালেন্স ৯৭০+ সিটিসেলের সমান বোঙ্গা বোঙ্গা দিতে না পেরে কিছুটা আপসোস হলো। এরপরও হিসেব করে দেখি ৫০০ টাকার সিম দিয়ে ইন্টারনেট ও ভয়েস মিলিয়ে ইউজ করেছি ২০০৫+ টাকা। হারামি ফোন থেকেও কিছু টাকা ফেরত নেয়া গেল এটাই বা মন্দ কি!!! সব মিলিয়ে তো প্রায় ১৫০০+ ফেরত পেলাম।

এটা নিট লাভ! এরপর যথা নিয়মে শুরু হলো অন্য ফোনে ফোন করে বিল পরিশোধের জন্য তেল মাখা। তাদের তেল মাখায় কাজ হচ্ছে না দেখে এবার শুরু করলো বিভিন্ন রকমের অফারের টোপ দেয়া। আমি সব টাকা পরিশোধ করলে আমাকে আরো দুমাস ফ্রি ইন্টারনেট দেয়ার লোভও দেখাল। চালাক মাছ কি আর যে সে টোপ গিলে!! আমিও গিললাম না। কারণ আমি ৯৭০+ টাকা পরিশোধ করে দুমাস ফ্রি ইন্টারনেট ব্যবহার করার কি দরকার।

৫০০ টাকা দিয়ে সিম কিনলে তো ৩ মাস ব্যবহার করতে পারবো ফ্রি। সেই সাথে মেয়াদ শেষে আচ্ছা মতো ফ্রি গ্যাজানো। তাদের কোন মিষ্টি কথা আর টোপে কাজ হচ্ছে না দেখে এবার দিল পুলিশের ধমক। আমি কি আর পুলিশ কে ডরাই!!! গ্রামীনফোন ৯৭০+ টাকার জন্য আমার বাড়িতে পুলিশ পাঠাবে, আমার বিবেক বলে এটা হতেই পারে না। সুতরাং আমি নিশ্চিন্তে খেতে এবং ঘুমাতে থাকলাম।

এরপর কোন পুলিশও আর আসেনি, গ্রামীন থেকে কলও আসেনি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.