আমাদের কথা খুঁজে নিন

   

ডেস্টিনি: একটি ধরা খাওয়া পোষ্ট

এটি একটি সত¿ ঘটনা:: সুমন ও রাকিব একি ডিপার্টমেন্টে ভর্তি হয় ২০০৮ সালে। রাকিবের বাকপটুতা ও চঞ্চল স্বভাবের কারনে অল্প দিনেই সবার সাথে তার সুসম্পর্ক গড়ে উঠে। সুমনের সাথেও এর ব¿তিক্রম ছিল না। সময়ের সাথে সাথে তা আরও গভীর হতে থাকে। এক সময় সুমন বুঝতে পারে যে, রাকিব ডেস্টিনির সাথে জড়িত।

ড়েস্টিনি সম্পর্কে এখন ত মোটামুটি সবাই অবগত। সুমন ও জানত । রাকিব এ ব¿পারে সুমনকে কখনো চাপ দিত না। কিছুদিন পর রাকিব আবার কিছু নতুন ব¿বসা আরম্ভ করল। সুমন ড়েস্টিনির পোলাপাইনদের বিশ্বাস না করলেও রাকিবকে যে অন্তত আরো ৪/৫ বছর ক¿ম্পাসে থাকতে হবে, এটা তার মাথায় ছিল।

তাই তার ভয়ের কোন কারন ছিল না। সে রাকিবের সাথে ছোটখাট ব¿বসা করার সিদ্ধান্ত নিলো। অবশেষে সুমন- রাকিব একসাথে ব¿বসা শুরু করল। ব¿বসা ভালোই চলছে। সুমনের টিউশনির ব¿স্ততার কারনে টাকার হিসাব-নিকাশ রাকিব ই দেখাশুনা করত।

ইতিমধে¿ সময় পার হচ্ছে। ১ম বর্ষ শেষ হয়, ২য় বর্ষ শেষ হল। হঠাত্‍ করে একদিন রাকিব তার দেশের বাড়ি চলে যায়। সেই যে গেল আর ফিরে এল না। সুমনের প্রায় ২ লাখ টাকা নিয়ে পল্টি মারল !!! পড়াশুনাও ছেড়ে দিল।

বিভিন্ন বন্ধুদের মাধ¿মে যোগাযোগের চেষ্টা করেও আজ ৫/৬ মাস কোন কাজ হয় নাই। ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। [এটা সতি¿ ঘটনা। তবে ভিকটিমের অনুরোধে আসল নাম পরিহার করা হয়েছে] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.