আমাদের কথা খুঁজে নিন

   

ঠাণ্ডা মাথায় খুন ...

Before you throw away the left over food in your bowl, please think about the people starving. উপরের ছবিটা দেখুন ... এক মমতাময়ী মা তার সদ্য জন্মানো শিশুটিকে মাটি খুটে নিজেকে হাল্কা করছে ... হাড্ডি গুল আপনি এক এক করে গুনতে পারবেন ... কোনদিন খেয়েছে সে নিজেও জানে না ... এই পৃথিবীতে জন্মানো যেন তাদের জন্য নিয়তির স্বার্থপরতার খেলা ... কতো খাবার নষ্ট করি আমরা ... আমাদের কতো রকম অনুষ্ঠান ... পার্টি ... একবার কি কখনো আমরা বেবেছি আমরা কতো খাবার নষ্ট করি ... আমরা শুধু নষ্ট করছি না আমরা ওদের অধিকার কেডে নিচ্ছি ... জোর করে ছিনিয়ে নিয়েছি আমরা তাদের অন্ন ... হত্যা করছি হিসাব না করা শিশু ... মা ... বাবা ... বোন ... আমাদের যুদ্দ যুদ্দ খেলার বলি বানিয়েছি আমরা তাদের ... আমাদের অনেক রক্ত চাই ... চাই আমাদের অনেক খমতা ... ওরা না খাইলে আমাদের কি??? আমরা তও খাছছি ...????? আমাদের অডেল খাবার ... আমরা তও তাদের খাবার জোর করে নিয়ে ফেলছি ... ওদের আই দুনিয়াতে না বাছলেও ছল্বে ... ইধানিং দেখা যায় কিছু কিছু রেস্টুরেন্ট কাস্টমার না ছুলেও খাবার তা ফেলে দেয় ... অনেকে না লাগলেও খাবার অর্ডার করে ... পরে না খেতে পেরে খাবার টা ফেলে দেয় ... জানে অতটুকও খেতে পারবেন না তাও অর্ডার করেন ... অনেক খিদা না লাগলেও খান ... আবার অনেকে ফ্যাশন দেখনোর জন্য অনেক অনেক খাবার অর্ডার দেন শুদুমাত্র নিজের টাকা জাহির কারার জন্য ... আপনাদের কাছে অনুরধ করছি ওদের জন্য কিছু না করতে পালেও দয়াকরে খাবার নষ্ট করবেন না ... যতটুকু দরকার ঠিক তততুক ব্যাবহার করুন ... পারলে ওদের জন্য কিছু করুন ... আজ থেকে শপথ করুন "আমরা আর বিনা কারনে খাবার নষ্ট করব না" আপনার কি একটুও মনে হছছে না আমরা ওদের ঠাণ্ডা মাথায় খুন করছি ... এর জবাব কি দেব আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে .........???????????????????????  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।