আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিন অর্থনীতিতে ফেডারেল রিজার্ভের পরিকল্পনা

বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত! কোন ছেলের তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ! যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সম্প্রতি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতিশীলতা ও চাঙ্গাভাব ফিরিয়ে আনতে একটি পরিকল্পনার ঘোষনা দেয়। ওই পরিকল্পনার আওতায় ব্যবসা ৰেত্রে ও ভোক্তাদের জন্য ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধি হ্রাস করার সিদ্ধান্ত গ্রহন করা হবে। যদিও এ মুহূর্তে বিরোধী দল রিপাবলিকানরা কেন্দ্রিয় ব্যাংকের কোন ধরনের প্রনোদমমূলক পদৰেপ গ্রহনের পৰে নয়। ফেডারেল রিজার্ভের পৰ থেকে বলা হয়েছে,প্রতিষ্ঠানটি র্দীঘ মেয়াদি অর্থনৈতিক নিরাপত্তার ম্বার্থে নয় মাস ব্যাপি এক কর্মসূচীর আওতায় চারশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। বন্ধকী ঋন, কার্পোরেট যন্ত ও অন্যান্য ঋনের ক্ষেত্রে সুদের হার কমানোর জন্য ব্যাংটি এই বিনিয়োগের উদ্যোগ নিয়েছে।

ফেডারেল রিজার্বের নীতি নির্ধারকদের একটি কমিটি বলেছে তাঁরা এই উদ্যেগ ৰীন হলেও আশার আলোর প্রত্যৰ করেছেন। এতে করে দেশের অর্থনীতি আরও প্রসারিত হবে আড়াই কোটি মানুষ যারা পূর্ন দিবস কাজ খুঁজে পেতে ব্যর্থ হচ্ছেন তারা ও এই উদ্যোগ থেকে সুফল পাবেন। তবে কমিটি এই আশঙ্খা ও করেছেন যে, বিশ্ব অর্থনীতি বাজারের মন্দাভাব এই পুনরুদ্দার উদ্যোগের আশার আলাক নিষ্প্রভ করে দিতে পারে। ফেডারেল ব্যাংক এক বিবৃতিতে বলেছে দেশে প্রবৃদ্দির ধীরগতি সাম্প্রতিক জরিপনুযায়ী সামগ্রিক শ্রম বাজারে অব্যহত দৃর্বলভাব বিরাজমান ও বেকারত্বের হার ওবেড়ে চলছে। সুদের ক্ষেত্রে নিম্ন হার প্রতিষ্ঠানগুলিকে একদিকে যেমন নতুন বিনিয়োগে প্রনোদনা দেবে তেমনি তা নতুন কর্মচারী শ্রমিক নিয়োগে উৎসাহিত করবে।

অন্যদিকে ভোক্তা শ্রেনী গৃহায়ন,গাড়িক্রয় ও ভ্রমনের জন্য তাদের ব্যয় বাড়িয়ে দেওয়া শুরু করবে। তবে ঋন দানের ৰেত্রে যে জটিল শর্তাদি রয়েছে তা কেন্দ্রিয় ব্যাংকের উদ্যোগের কার্যকারিতাকে হ্রাস করতে পারে। ঋন গ্রহনের সুদের হার কমলে ও তা পাওয়াটা অনেকটা দুষ্কর। শিকাগোর মেসিরোউ ফাইন্সিয়াল-এর প্রধান অর্থনীতিবিদ ডেইন সোয়াঙ্ক ফেডারেলের কমিটির এমন সিন্ধান্তের প্রতি টিপন্নী কেটে বলেছেন, ফেডারেল প্রধান বেন বানানকির সফলতা বিফলতা ইতিহাস-ই নির্নয় করবে। ফেডারেল প্রধান বেন বার্ননকির উওদ্যাগে বেশ সমর্থন করেন না এমন ব্যক্তিত্ত রয়েছেন।

যেমন দশসদশ্য বিশিষ্ট ফেডারেল ওপেন মার্কেট কমিটির তিন জন সদস্য । তাঁরা এৰেত্রে ভিন্ন মত পোষন করেন। উলেস্নখ্য এই তিনজনই ফেডারেলের পূর্বের সর্বশেষ পুনরম্নদ্দার উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন। যা হোক তাঁরা বলেছেন, তাঁরা এই মহুর্তে এ ধরনের সম্পূরক পরিকল্পনা কে সমর্থন করেন না। বর্তমানে ফেডারেল রিজার্ভের ১দশমিক ও ট্রিলিয়ন ডলার ঋনের বোঝা রয়েছে।

প্রতিষ্ঠানটি বলেছে ২০১২ সালের জুনের মধ্যে তারা বিলিয়ন ডলারের সমমূল্যের সিকিউরিটিস গুলি বিক্রি করে দেওয়া সিদ্ধানত্ম নিয়েছে। একই সময়ের মধ্যে একই পরিমান ডলারের মূল্যের ছয় বছরের পাক্কতা রয়েছে এমন সিকিউরিটিস গুলি ক্রয় করবে। প্রতিষ্টানটির মতে, এর ফলে তাদের সিকিউরিটিস গুলি গড় বেড়ে যাবে। প্রতিষ্ঠানটির পৰ থেকে এও বলা হয়েছে, তারা কেবল বন্ধক ভিত্তিক সিকিউরিটিস গুলির ৰেত্রেই তাদের বিনিয়োগ বা অর্থপ্রধান বজায় রাখবে। বর্তমানে প্রতিষ্ঠানটির ৮৮৫ বিলিয়ন ডলার সমমূল্যের বন্ধক ভিত্তিক সিকিউরিটিস রয়েছে।

দেশটির অর্থনীতিবিদরা বলেছেন, ফেডারেলের এমন সিদ্ধানত্ম সুদের হারকে প্রায় দশশতাংশে পর্যনত্ম কমিয়ে আনতে পারে। গ্রহন করলে ও (ব্যবসায়ী ও ভোক্তারা) হিসাব করে দেখা যাবে এটা রড় অঙ্কের একটি সাশ্রয়। ফেডারেলের পরিকল্পনা পযালোচনা করে ৰদ্র ঋন বিষয়ক উপদেষ্টা সেন্ট লুইস ভবিষ্যৎ বানী করেছেন, ফেডারেলের এই প্রয়াসের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দশমিক চার শতাংশ বৃদ্ধি পেতে পাবে এবং শ্রববাজারে তলফৎ ৫০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। ' ২০০৮ সালে গৃহীত এই সংক্রানত্ম একটি প্রকল্পের মেয়াদ বাড়িয়ে প্রতিষ্ঠানটি এটা করতে চেয়েছিল। ফেডারেল রির্সাভের এই সাম্প্রতিক পুররম্নদ্ধার প্রচেষ্টাগুলিতে যে বাইরে রাজনৈতিক চাপ সক্রিয় থাকতে এমন আভাস ও পাওয়া যাচ্ছে।

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরকারের ভূমিকা ও করনীয় সম্পর্কে ডেমোক্রাট রিপাবলিকানদের মধ্যে ঘোরতর তর্ক ও মতবিভেদ রয়েছে, উভয়ই দলই কেন্দ্রিয় ব্যাংকের সিদ্ধানত্মে প্রভাব রাখতে তৎপর। আগামী নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদ প্রাথর্ীরা কেন্দ্রিয় ব্যাংকেরক কার্যক্রমের সমালোচনা করেছেন। বেশ কিছু ডেমোক্রাট সমালোচনা করতে ছাড়ে নি। সংসদীয় অর্থনৈতিক সেরা কার্যক্রম বিষয়ক কমিটির প্রতিনিধি ও ডেমোক্রাট সদস্য বানেই ফ্রাঙ্ক্ একটি আইন করার প্রসত্মাব ও রেখেচেন। জানা গেছে, ওই আইনের আওতায় কেন্দ্রিয় ব্যাংকের নীতি-নির্ধারনী কমিটির থেকে প্রতিষ্ঠানটির আঞ্চলিক শাখা-প্রধানদের বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

আঞ্চলিক শাখা ুপ্রধানরা দেশের মুদ্রাস্ফীতি নিয়েই উদ্বিগ্ন, বেকারের বিষয়ে তাদের মাথা ব্যথা নেই। বার্নেই ফ্রাঙ্ক তাদের ভূমিকাকে অগণতান্ত্রিক আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেছেন, অর্থনৈতিক পুনরুদ্ধরে ফেডারেল রিসার্ভ যে সকল পদৰেপ গ্রহণ করতে চাচ্ছে, এক্ষেত্রে তাদের এই অগণতান্ত্রিক কার্যক্রম বিঘ্ন সৃস্টি করছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.