আমাদের কথা খুঁজে নিন

   

মরালী ডানায় উড়ার সাধ ঝরে ঘামে

এই খোলা জমিনে আঁকা ক্যানভাস সবুজ নীল হলুদের সমাহার এ তোমাকে ভালোবাসায় মায়ায় বাঁধেনা, চোখ তুলে তাকানোর সময় কই? জীবন যাপনের তাগিদ, পিঠের ব্যাথায় কুঁজো করে তুলেছে তোমাকে এই নব যৌবনে। তুমি তবু আপ্রাণ চেষ্টা করছো মাথা তুলে দাঁড়াবার একবার সোজা হতে পারলেই স্বপ্নভোগ মরালী ডানায় উড়াবে অনন্তসময়। উজ্জ্বল আলোর আহ্বানে তুমি ছুটে চলেছো অবিরাম ভালোবাসার ঘাম ঝরিয়ে নিবেদিত প্রাণ। তোমার কুঁজ পিঠ আরো কুজোঁ করে দেয়ার যাঁতাকলে মাথা দিয়ে চলেছো সামনের দিকে তুমি জানোনা! তোমার স্বপ্নগুলো বেঁধে ফেলে তারা পূরণ করছে নিজেদের লালিত সাধ গড়ছে সৌধ অট্টালিকা সাততারা মহল। প্রতিনিয়ত যাঁতাকলের পেশনে, ক্ষয়ে যাচ্ছে তোমার স্বপ্ন, শ্বাস,আনন্দ প্রতিপলে। সামনে এগুনোর পথ বন্ধ, সোজা হয়ে দাঁড়াবার পথ বন্ধ পেছনে ফেরাও যাবেনা। শুধু ঘুরে যাওয়া র্ঘূণিচক্রে একসময় ফুরিয়ে যাবে হৃদয়ের আকুল গান উচ্ছাস। খুকখুক কাশির সাথে পাংশু লোলর্চম বৃদ্ধ শরীর, অবাক বিষ্ময়ে দীর্ঘশ্বাস ফেলে পিছনে দৃষ্টি ফেলে খুঁজে যাবে যৌবন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.