আমাদের কথা খুঁজে নিন

   

ধূসর পৃথিবী ও ইচ্ছে ডানায় এই আমি

....

চুপচাপ বসে আসি.....কিসসু করার পাচ্ছিনা.... আসলে করার অনেক কিছুই আছে কিন্তু করতে ভাল্লাগতেসেনা!কেন?সেটা বুঝতে পারতেসিনা।মাঝে মাঝেই এরকম হ্য়,যখন কোনো একটা encrypted কারনে কাজের কাজ কিছুই করতে ইচ্ছে হয়না...এত্ত জটিল encryption ...বলার মত না!! যাক গে.....ঐটা নিয়ে আমি ভাবতেও চাইনা।কারন আমি হয়তো কখনই ঐটার সলুশ্যন পাবোনা..... এরকম সময় গুলোতে আমি সাধারণত অকাজ,কুকাজ,পুচকিইং,মাঙ্কিইং,দুষ্টু বুদ্ধি এসব করে বেড়াই!!রিসেন্টলি ব্লগ এ ঘুরঘুর করাটা আ্যড হয়েছে!.... আবার মাঝে মাঝে সিরিয়াস উদাস হয়ে ভাজা মাছের মত উল্টে পরে থাকি,জীবন এর অর্থ নিয়ে ভাবতে শুরু করে দেই!! ....কখনও খুব নস্টালজিক হয়ে পরি,খালি যথসব মন খারাপ করা ঘটনা মনে হতে হতে থাকে।...... এই জিনিস গুলাকে আমি প্রচন্ড এবং যা তা রকমের ভয় পাই।কারন,তখন আমার মন খুব খারাপ এর দিকে ধাবিত হয়...কখনও ধীরে ধীরে..কখনও এক লাফ এ! আজ ২১শে এপ্রিল,২০০৮ বিকেল ৪টা২৫মিনিট এ সেই encrypted কারনটির মুখমুখি হলাম আবারও!! আর আজ কি করসি সেটা তো বুঝতেই পারতেসো!! ব্লগিং ..... ।...সাথে তিনটা গান শুনতেসি,"এইবার তুমি বাধ ভাঙো"(আর টিভি এর থিম,গানটা আমার খুব ভালো লাগে),"accidentally in love"(counting crows এর এবং শ্রেক-২ এর একটা ট্র্যক) ,শেষ গানটার নাম জানিনা.... যে গান গুলা আমার ভালো লাগে সেই গুলা আমি রিপিট মুড এ শুনি!আমার বন্ধুরা মাঝে মাঝে ভয়ানক রকমের বিরক্ত হয়ে যেত এই কারনে! বলত "এক গান আর কয়বার শুনবি,চেন্জ কর"...."তুই কি হিসাব করসিস এই দুটা গান কয়বার শুনলি?"....ইত্যাদি ইত্যাদি!! ঘুম থেকে উঠসি ৭ টা ৪৫ এ।সেই তখন থেকে যে কিসব করতেসি কোনো ঠিক ঠিকানা নাই। কাজের কাজ যদি কিছু করে থাকি,বলতে হবে সেটা হলো লান্চ উইথ কাচ্চি বিরিয়ানি জোস আইটেম ছিলো একটা! কারন,এইটায় ঝাল কম! ঝাল হলো আমার জিহ্বার যম অর সতীন বলা যেতে পারে! বিকালে বাইরে যাওয়ার একটা সুপ্ত ইচ্ছা ছিলো কিন্তু সেইটা লুপ্ত হয়ে গেসে! যা রোদ বাইরে....উফফফ! আচ্ছা...রোদ এর কি বাপ মা নাই নাকি?!ঘরে আটকায় রাখেনা ক্যন ব্যটাকে! যাই ম্যকগাইভার দেখি!! তার আগে ফ্রিজ এ একটা এমবুশ দিতে হবে,যদি লুকানো কোনো মজার খাদ্য দ্রব্য পাওয়া যায়! আবার পরে আসবনি!....... পুনশ্চ: নাম না জান সেই গান এর লিরিক একটু দিয়ে যাই।কারও জানা থাকলে প্লীজ জানাইবেন!! নিঃসঙ্গ প্রতিটি দিন, ধূসর পৃথিবী, আধারে খুজে ফিরি, পুরোনো কিছু স্মৃতি, জলমগ্ন প্রতিটি ক্ষণ, নীল আকাশে উড়োই ঘুড়ি শুন্য সুতোয় বাধা এ জীবন, তোমাকে আজ খুব বেশি...পরছে মনে কেন জানি, ইচ্ছে ডানায় এই আমি, চোখ ব্ন্ধ করে তোমায় দেখি.....................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।