আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় সৌদী বাদশাহ আব্দুল্লাহর কাছে কিছু প্রশ্ন-

তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা বাংলাদেশ সরকারের জন্য মায়া হয়, ২৫ লাখ শ্রমিক ঐ দেশটিতে কাজ করছে, তাই বড় গলায় কোন প্রতিবাদটুকু পর্যন্ত জানাতে পারছেনা। আজ পর্যন্ত ব্লগে যারা কমেন্টস করছেন, তারা অনেকেই না বুঝে ইসলামকে গালাগাল দিচ্ছেন। ব্যাপারটিকে আমরাও প্রশ্নবিদ্ধ মনে করি, কারণ যে দেশের মাটিতে শুয়ে আছেন আমাদের প্রিয়নবী, তিনিই তো বলেছেন, যদি মুহাম্মদের মেয়ে ফাতিমাও চুরি করতো তবে তার হাত আমি কেটে ফেলতাম। আবার তিনিই তো বলেছেন, তোমরা যতটুকু সম্ভব শাস্তি মওকুফ করে দাও। আমাদের প্রশ্ন মাননীয় ষৌদী বাদশাহর কাছে- ইসলামের এ বিধান নিয়ে কোন সন্দেহ নেই, কিন্তু আপনার সৌদী আরবে ইসলাম কায়েম বলতে আমরা কেবল এ কল্লা কাটা-ই দেখি, বাকী ইসলামের অন্যান্য বিধানসমূহের কার্যকরিতা গেল কই? ইসলাম কি আপনাদেরকে শুধূ এ দায়িত্বটুকু দিয়েছে? আপনার রাজপরিবারের অনেকের নামে এমন হত্যা অপবাদ রয়েছে, তাদেরকে কোনদিন এ বিধানের আওতায় এনেছেন? আপনার যুবরাজদের উপর মদপানের বেত্রাঘাতের কোন খবর কিন্তু আমরা আজো পাইনি। সুতরাং শাস্তির সমতা কোথায়? এটা কি ইসলামে নেই? আধুনিক এ যুগে যেভাবে এ বিধানের কার্যকর আপনারা করে চলেছেন, তাতে যেসব মুসলমানরা এ বিধান নিয়ে কটুক্তি ও ইসলামকে তিরস্কার করছে, এর দায় কে নেবে? আপনি কি জানেন, এ অভিযুক্তরা সবাই তাদের মনের কথা আপনার বিচারকদের কাছে জানাতে পেরেছিল নাকি রায়টি একতরফা হয়েছিল? একদিকে ইসলামকে নিয়ে ছেলে খেলা, আবার মক্কা মদীনার খাদেম লক্বব লাগিয়ে বছর বছর মিলিয়ন মিলিয়ন ডলার হাতাচ্ছেন হাজীদের কাছ থেকে, সে টাকা মার্কিনীদের হাতে তুলে দিচ্ছেন নিজেদের নিরাপত্তার জন্য, আপনাদের অপচয় দেখে আল্লাহর আরশ কি কাঁপে না? শুধু পিয়ারা নবীর উসিলায় হয়তো আজো বেঁচে আছেন. তবে এভাবে আর কয়দিন??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.