আমাদের কথা খুঁজে নিন

   

Digitechvalley রাজশাহী হতে পরিচালিত একটি ওয়েব ফার্ম

এর যাত্রা শুরু হয় ২০০৬ সালে ঢাকায়, পরবর্তীতে এই প্রতিষ্ঠানের পরিচালক রাজশাহীতে চলে আসেন ২০০৯ সালে । বর্তমানে এই প্রতিষ্ঠানটি বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে । খুশির কথা এই প্রতিষ্ঠানটিতে যারা কর্মরত আছেন তারা সবাই ছাত্র । তারা রাজশাহীর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার পাশাপাশি কাজ করছে এতে করে পার্ট টাইম কাজের সৃষ্টি হয়েছে । Digitechvalley-র কাজ সমুহঃ টাকায় ভাল মানের হোস্টিং, ডোমেইন বিক্রি সহ, দেশে বিদেশে আন্তর্জাতিক মানের ওয়েব সাইট তৈরী করছে ।

এর মধ্যে আমেরিকা, জাপান, দুবাই সহ বিভিন্ন দেশের ওয়েব সাইট যার সব গুলোই চালু আছে । বিগত দুই বছরে তারা দেশী ও বিদেশী মিলিয়ে প্রায় ৩০-৩৫ টা মান সম্মত ওয়েব সাইট তৈরী করছে । Digitechvalley-র উন্নায়ন মূলক কাজ সমুহঃ এছাড়াও রাজশাহীর উন্নায়নে এই প্রতিষ্ঠানটি তৈরী করছে http://www.amaderrajshahi.com নামের একটি অলাভজনক ওয়েব সাইট । এর কাজ হচ্ছে রাজশাহীর যুব সমাজ কে ইন্টারনেট জগতের সাথে পরিচিত করানো এবং রাজশাহীকে বিশ্বের দরবারে উপস্থাপন করা । পাশাপাশি আমাদের দেশের তথা রাজশাহীর শিক্ষিত ছেলে/মেয়েরা ঘরে বসেই কিছু টাকা ইনকাম করতে পারে ।

সেজন্যে তৈরী করেছে http://www.deshiworker.com নামের একটি ওয়েব সাইট যা অনলাইনে কাজের ক্ষেত্রে ব্যাপক সাড়া ফেলেছে । এছাড়া আপনারা এখানে প্রতি শুক্রবার সরাসরি যোগাযোগে পেতে পারেন অনলাইনে কাজের জন্য সহয়ক ফ্রি পরামর্শ । Digitechvalley-র উন্নায়ন মূলক কাজে আপনার যদি কোন পরামর্শ থাকে তাহলে জানাতে পারেন । G-77 অলকার মোড়, স্টেশন রোড, রাজশাহী বাংলাদেশ । ই-মেইল : dv [at] digitechvalley [dot] com মোবাইল : 017 31- 505236 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.