আমাদের কথা খুঁজে নিন

   

সৌদীতে শরিয়া আইনের প্রয়োগ আমাদের মত দরিদ্র দেশগুলোর জন্য??

http://www.facebook.com/ruman125 ১. আমার আমেরিকা প্রবাসি খালা দেশে আসার পথে সৌদীতে ওমরা করতে গিয়েছিলেন। বাংলাদেশে আসার পথে তার হ্যান্ড ব্যাগে তার ২ বছরের বাচ্চার খাবার নিয়ে সৌদী এয়ারপোর্ট কতৃপক্ষ ঝামেলা শুরু করলে সে তার আমেরিকান পাসপোর্ট বের করে হুমকি দেয় আমেরিকান এম্বাসিতে অভিযোগ করার। সাথে সাথে এয়ারপোর্ট কতৃপক্ষের চেহরা চেন্জ। মাফ চেয়ে অত্যন্ত বিনয়ের সাথে প্লেনে তুলে দেয়। এক পাসপোর্টে আইন পরিবর্তন হয়ে যায় ঐ দেশে।

২. বাংলাদেশ, শ্রীলংকা ইত্যাদি দেশ থেকে সৌদী ধনীদের বাসায় নারী গৃহকর্মী। এদের বেশীর ভাগই নানা ভাবে মানসিক, শারীরিক নির্যাতনের সাথে সাথে যৌন নিপিরনেরও স্বীকার হয়। ইসলামে দাস প্রথা আমাদের নবী বিদায় হজ্বে নিশিদ্ধ করে গেছেন। কিন্তু এই নারিদের ওরা দাসের মতই ব্যবহার করে। শরিয়া আইনে ব্যভিচারের কঠিন শাস্তি আছে।

কিন্তু সৌদী ধনীদের তো কোন শাস্তি হয় না। সৌদী ধনীদের বেলায়ও শরিয়া আইন প্রয়োগ নাই। আবার প্রতিবাদ করতে গেলে চুরির মত ছোটখাট অভিযোগে পুলিশের হাতে তুলে দেয়। ৩. আমি ইসলাম ধর্মে অতটা এক্সপার্ট নই। তার পরেও যতটুকু জানি ইসলামে রাজতন্ত্র বলে কিছু নেই।

থাকলে মহানবীর মৃত্যুর পর খলিফারা ঐ শাষন চালাতে পারতেন না। দেশ শরিয়া আইনে চললে বাদশারা কোরআনের কোন আয়াতের উপর ভিত্তি করে রাজতন্ত্রে দেশ চালায়। ৪. প্রথমে আমেরিকান পাসপোর্টের কথা বলেছিলাম। আমেরিকা দুনিয়া চালায় ওদের কথা বাদ দিলাম। আমরা জানি মুসলমান মুসলমান ভাই ভাই।

সৌদীতে একজন বাংলাদেশী, একজন ভারতীয়, একজন পাকিস্তানি এই তিনজনের মধ্যে আপনি দেখবেন ভারতীয় ও পাকিস্তানিদের সোদী আরব যে চোখে দেখে বাংলাদেশীকে তার চেয়ে নিচু হিসাবে দেখে। অথচ এক সময় তেল পাবার আগে এরা এই দেশে আসে কি বিক্রি করত সেই ইতিহাস তারা ভুলে গেছে। আর মুসলমান হলেও আমরা তাদের ভাই না আমরা ছোটজাত। ৫.কয়েক মাস আগেও একটা নিউজ হয়েছিলো লন্ডনে এক সৌদী যুবরাজ তার পরিচারককে যৌন নির্যাতন ও হত্যা করেছিলো। শরিয়া আইনে কি শাস্তি হয়েছিলো? সৌদিতে ৮ বাংলাদেশির শিরচ্ছেদ হয়েছে আজ।

তাদের লাশও সেখানে দাফন করে ফেলেছে। মানি তারা অন্যয় করেছে এবং তাদের শাস্তি উচিৎ ছিলো। শরিয়া আইনে শিরচ্ছেদ আছে তারা তাদের আইন প্রয়োগ করেছে। কিন্তু এরা যদি বাংলাদেশ বা আমাদের মত গরীব দেশ বাদে অন্য কোন দেশের হত তাহলে কি তাদের শিরচ্ছেদ করতে পারত? এখন প্রশ্ন করতেই পারি সৌদীতে শরিয়া আইনের প্রয়োগ কি আমাদের মত দরিদ্র দেশগুলোর জন্য? সাথে আরেকটুকু যোগ করতে চাই। আমেরিকায় সামান্য মামলায় অন্যকোন দেশে কোন আমেরিকানের সাজা হলে তাকে ছাড়িয়ে নিতে সিনেটাররা পর্যন্ত সে দেশে চলে যান।

পরাষ্ট্র মন্ত্রনালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সমমর্যাদা সম্পন্ন উপদেস্টা হিসাবে ৪/৫ জন আছে। তারা এই মানুষগুলোর জীবন রক্ষায় অর্থাৎ শিরচ্ছেদ বাদে অন্য কোন শাস্তির জন্য কতটুকু চেস্টা করেছেন জানতে ইচ্ছা করে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।