আমাদের কথা খুঁজে নিন

   

বাকস্বাধীনতার সীমা সেখানেই শেষ যেখানে অন্যের বাকস্বাধীনতা শুরু!

নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!! মৃদু শব্দে সংগীত শোনায় কারো আপত্তি নেই, কিন্তু তা প্রতিবেশীর ঘুম হারাম হওয়ার পর্যায়ে উচ্চ মাত্রার হলেই ঝামেলা। রীতিমত ফৌজধারী অপরাধ। কেননা একজনের গান শোনার অধিকারের পাশাপাশি আরেকজনের নিশ্চিন্তে ঘুমানোর অধিকার আছে বটে! প্রতিবেশী কেন মা/বাবা, স্বামী/স্ত্রী, ভাই/বোনের মত পর্যায়েও সীমারেখা আছে। মনের অগোচরেই তা সবাই মেনে চলেন। ভিনন্‌তায় বিপত্তিও হয়! মত প্রকাশের অধিকারের জন্য পুরাকলের চোঙ্গার হাত ধরে সর্বশেষ প্লাটফর্ম ব্লগ।

যে কেহ, পৃথিবীর যে কোন প্রান্ত থেকে, যে কোন বিষয় নিয়ে যা ইচ্ছা তা লিখে সর্বসমক্ষে প্রকাশ করার যাদুকরী ভার্চুয়াল ব্যবস্থাটি এখন মানব সভ্যতার ফাটা বাঁশে পরিণত হয়েছে! বিশেষ করে বাঙ্গালীদের জন্য!! কারণটাও পরিস্কার। ওয়েবের কোটি কোটি ব্লগ মোটাদাগে 'ব্যক্তিগত দিনলিপি' কিংবা 'কোন একটি' ট্যাকনিকাল ম্যাটারের হলেও বাংলায় ব্লগ মানেই 'মতামত। ' দু:খের বিষয়, বক্ষ্যমান ব্লগারও এর ব্যতিক্রম নন! ইতিহাস, রাজনীতি, ধর্ম, সিনেমা, সাহিত্য, আইটি নানান জানা অজানা বিষয়ে 'বিশেষজ্ঞ' মতের বন্যা বইয়ে দেয়া সামু, আমু, পমু, সচলামু, সোনা, বিডি নানান বাংলা ব্লগের প্রধানতম বৈশিষ্ট্য! মুসা এভারেস্টে উঠেছিলেন, নাকি চাপা মেরেছেন এ ধরনের নির্মল বিনোদন বিতর্ক (!) থেকে রাজাকার-মুক্তিযোদ্ধা ও মুসলিম-নাস্তিকের মত সিরিয়াস ইস্যুতে প্রায়:শই চরম তিক্ত পরিস্থিতির উদ্ভব ঘটে! ঘটছে!! যথারীতি 'সরকার' বা 'রাস্ট্রযন্ত্র' নামক তৃতীয় শক্তির আবির্ভাব ঘটছে ব্লগ মুল্লুকে! বিটিআরসি নামক ফৌজি শক্তির ঠেলায় ব্লগওয়ালারা 'প্রযোজ্য' নিক বা আইপিকে জেলখানায় পুরছেন। সময় সময় ফৌজিরা গোটা ব্লগটাকেই জেলে পুরছে, যেমন- এখন সোনা! বিজয়ীপক্ষ তাতে তাকধুম তাকধুম করে ঢোল বা বগল বা দুই ই বাজালেও মনে রাখা দরকার- এক মাঘে শীত যায়না!!! সবচেয়ে ভাল, সীমানা বুঝা। নাহলে বিএসএফের গুলি খেয়ে অপঘাতে মরতে হবে! ভারত সরকারতো দুরের কথা, স্বদেশী স্বরাস্ট্র মন্ত্রীরও মিনিমাম শোকবার্তা জুটবেনা! জানি, সীমানা চেনা কঠিন।

তবুও বলি, অন্যের জুতাটা পরে দেখুন- কেমন খচ খচ লাগছে!! একই কথাটা অন্যরা আপনাকে লিখলে/বললে যদি খারাপ লাগে তাহলে বুঝতে হবে এ লেখা সীমানা ডিঙ্গিয়েছে! বলাই বাহুল্য- ন্যায়বিচার সেটাই যেখানে ফাঁসির আসামীও বিচারকের উপর কোন ক্রোধ পুষতে পারেননা।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.