আমাদের কথা খুঁজে নিন

   

পারসোনা বা গোপন ক্যামেরা বা কানিজ আলমাস

পারসোনা বা গোপন ক্যামেরা বা কানিজ আলমাস এই সম্পর্কিত পুরু ব্যাপারটিই আমার এখনো অবধি বোধগম্য হচ্ছে না। আমার কাছে ব্যাপারটা অনেকটাই গোবলেটে। তাই কোন মন্তব্যের ফাঁদে পরতে চাই না । কিন্তু আমি যখন ধানমন্ডির সুবাস্তু জেনিম প্লাজার সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষের নানান রকম গন্ধ-আওয়াজ-ধাক্কাধাক্কিতে যখন আমার মর-মর দশা, তখন দেখি মেক-আপ বুভূক্ষু নারী সমাজ তাদের রূপ-সজ্জা প্রসার সহ বের হয়ে আসছেন, তখন স্বাভাবিকভাবেই আমার মেজাজ চরম খারাপ হয়। কিন্তু নারী সৌন্দর্যের আধার এ কথা অস্বীকার করে প্রথম আলোর মত মিথ্যাকে সত্য করে বলার মত অযৌক্তিক দুঃসাহস দেখানোর সাহস আমার নেই। যা হোক এই প্রসঙ্গে অন্য আরেকদিন কথা হবে। এখানে আমাদের সাংবাদিক বন্ধু আশরাফুল ইসলাম রানা ভাইয়ের সাথে এই প্রসঙ্গে কানিজ আলমাসের মোবি-কথোপকথনের অংশটুকুর লিংক আপনাদের জন্য তুলে দেওয়া হলো। দয়া করে কোন ভুল ব্যাখ্যা দাড় করাবেন না। কেননা, আজকে যারা এই প্রসঙ্গটি নিয়ে ফেইসবুক বা নানা ব্লগে নিজেদের লেখনী শক্তির প্রকাশে মহাব্যস্ত, তাদেরই হয়তো কয়েকদিন পর দেখা যাবে পারসোনা বিউটি বা আডামস-এ নিজেদের চামড়া পরিস্কারে ব্যাতিব্যস্ত http://soundcloud.com/cartoonist_rana/track-11379 বিঃদ্রঃ দেশের উৎপাদনশীল খাতে বিনিয়োগ শূন্য, অথচ আমাদের ছোট এলাকা মুগদাতেই ৫০-এর অধিক পারলার। হা হা হা হা !!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.