আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় প্রথম আলো, আর সেই পারসোনা

আমি ভাই ছাত্র মানুষ। মেসে TVও নাই, Computerও নাই। একটা লেপটপ। বদ্ধুর যক্ষের ধন। তাই বিনোদন বলতে এই প্রথম আলো, খবর বলতেও ওই প্রথম আলো।

মেসে আমরা বলি ২য় সরকার। যা মাঝে মাঝে ১ম সরকারের আদর্শকেও (?!) টলায় দেয়। অনেক বিশ্বাস করি যা মাঝে মাঝে যুক্তিকেও হার মানায়। এটাই ভুল। পুরানকাল হলে আদিম মানুষ হয়তো গাছ, পাহাড়, সূর্যের সাথে সাথে প্রথম আলোকে পূজো দিত।

আনেক হইছে। এবার থাম। এবার আসল কথায় আসি। মানে পুরান কথা। মানে অরোন্যে রোধন।

পারসোনা, কানিজ। তারা কিভাবে এতো দ্রুত ও সুন্দর ভাবে অল্প কিছু মিডিয়া বাদে সব মিডিয়ার, পুলিশের, দেব দেবীর মুখ ও বিবেক বন্ধ করলেন। ? WOW! আমার সাথে কানিজ বা পারসোনার কোন শত্রুতা নাই, উত্তোরাধিকার সূত্রেও ছিল না। আসলে দিন বদলাইছেনা? একটু বেশিই বদলাইছি। তা না হলে একটা মেয়ে হয়ে, মেয়েদের সবচে বড় সম্পদ নিয়ে বানিজ্য করে কি করে? একেই বলে কাকের মাংস কাকে খাওয়া।

ভাবছিলাম এইবার হয়তো প্রথম আলো জেগে উঠবে। হায়! এত দিন পর, তাও শেষ পাতায়, তাও অন্যয়ের পহ্মে। আমরা স্তব্ধ! কজন আর Net use করে? এখন Software আন্দোলনের সময় শেষ। Hardware আন্দোলনে নামতে হবে। দেব দেবীর বিরুদ্ধে।

ণেটুসেষোফট্বারেঃারড্বারে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.