আমাদের কথা খুঁজে নিন

   

দলবাজি

############ ফেইসবুকে দলবাজি ***** প্রত্যেকটি দলের যেমন নিজ নিজ ক্ষেত্রে সম-মান আছে, তেমনি প্রত্যেক দলীয়র নির্দলীয় উপস্থিতিতে ফেইসবুকেরও একটা সামাজিক মর্যাদা আছে। ফেইসবুকে দলবাজি করলে দলের যেমন সম্মান নষ্ট হয়, তেমনি দলবাজিতে সামাজিক সমাবেশ ফেইসবুকও অপদস্থ হয়। এবং সাধারণ জ্ঞান থেকে এটা যারা বোঝে না, তারা যেমন দলের কলঙ্ক, সমতালে ফেইসবুকে তারা ঘৃণ্য জঞ্জাল। জগৎটা সর্বদাই জঞ্জালময় থাকবেই। জঞ্জালকে পাশে অস্পৃশ্য অবস্থায় রেখেই সামাজিক সভ্যরা এগিয়ে যায়। ######################### দলবাজি ***** দলবাজি বলতে এমন সুনির্দিষ্ট বিশৃঙ্খলাকেই বোঝানো হয়, যেখানে কয়েকজন একত্রিত হয়ে যেকোনো বিশেষ একটি দলের সকল কর্মকাণ্ডকে নির্বিচারে বৈধ এবং যৌক্তিক হিসেবে সমর্থন দিয়ে, সেই দলটিকে সর্বোচ্চ যোগ্যতাসম্পন্ন ক্ষমতাধারী রূপে মেনে নিয়ে, দলটির স্বার্থে আত্মবিসর্জনের প্রতিজ্ঞার বিনিময়ে অর্থাৎ ক্রীতদাসত্ব বরণের বিনিময়ে, দলটির প্রশ্রয়ে কিম্বা দলীয় পরিচিতি প্রদর্শন ক’রে আইন বা নিয়ম বহির্ভূত সেই সকল কীর্তিকলাপকেই বৈধ হিসেবে চালায়, যেগুলো প্রতিপক্ষের দ্বারা সংঘটিত হলে তাদের বিচারে অবৈধ হিসেবে গণ্য। বি.দ্র.: দলবাজরা সংখ্যায় যেমন খুবই কম, তেমনি এদের ঝাঁঝের তীব্রতা খুবই বেশি। এরা প্রতিজ্ঞাবদ্ধ আত্মঘাতী হওয়াতে এদের সাথে পেরে ওঠা যদিও বা সভ্যসাধারণের জন্যে সমতালে ঝুঁকিপূর্ণ এবং কষ্টসাধ্য, তবে সাধ্যাতীত নয়। রঙ্গপুর : ০৮/১০/১১ করণিক : আখতার ২৩৯


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.