আমাদের কথা খুঁজে নিন

   

আইসিসি ও দলবাজি।। কিন্তু আমরা আতংকিত নই।।

টেক্সটাইল প্রকৌশলী হিসাবে কর্মরত । আজ থেকে শুরু হচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি জিম্বাবুয়ে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে আগামী ২১ তারিখ নিউজিল্যান্ড এর বিপক্ষে। প্রত্যেক গ্রুপে দুইটা শক্তিশালী দলের সাথে একটা করে দুর্বল দল রাখা হইছে।

যেমন গ্রুপ এ তে আফগানিস্থান রে রাখছে, গ্রুপ বি তে আয়ারল্যান্ড কে রাখছে, গ্রুপ সি তে জিম্বাবুয়েরে রাখছে এবং কিন্তু গ্রুপ ডি তে যাইয়া উলটাপালটা করছে। এই গ্রুপে মাত্র একটা শক্তিশালী দল রাইখা দুইটা দুর্বল দল রাখছে। হ্যা, আইসিসি হয়তো একটা করে দুর্বল দল রাখার সুত্র মেনেই ডি গ্রুপ এ পাকিস্তান এবং নিউজিল্যান্ড এর সাথে বাংলাদেশ কে রাখছে কিন্তু ১৬ কোটি বাঙালীর সুত্র অন্যরকম। আমাদের সুত্র হল এখানে আইসিসি ভুল করে একটা শক্তিশালী দল বাংলাদেশের সাথে দুইটা দুর্বল দল পাকিস্তান এবং নিউজিল্যান্ড কে রাখছে। ইনশাল্লাহ আমাদের ক্রিকেটাররা আইসিসির সুত্র ভুল প্রমানিত করে ১৬ কোটি বাঙালীর সুত্র মেনে গ্রুপ ডি থেকে পাকিস্তান এবং নিউজিল্যান্ড কে হারিয়েই শক্তিশালী দল হিসাবে দ্বিতীয় রাউন্ডে উঠবে।

আর এই জয় হবে বাংলাদেশের ১৬ কোটি মানুষের। । শুভকামনা টাইগারদের জন্য। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.