আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত জীবনী : স্টিভ জবস

প্রত্তেক মানুষের ভেতর ভালো গুন এবং খারাপ গুন আছে। কিন্তু আমি তার কোন গুনটা দেখবো সেটা আমার কাছে that is tha মেইন ভেপার। যদি খারাপ গুনটা দেখি তাহলে আমার কাছে সমস্ত পৃথিবীটা কস্টের,বেজাল,মনে হবে। আর যদি ভালো দিকটা দেখি তাহলে সমস্ত পৃথিবী অনেক অনেক আনন্দের ম জন্ম : ২৪ ফেব্রুয়ারি, ১৯৫৫, সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র। বয়স : ৫৬ বছর।

শিক্ষাজীবন : ১৯৭২ সালে ভর্তি হন পোর্টল্যান্ডের রিড কলেজে। তবে ছয় মাস বাদেই কলেজ ছাড়েন পড়ালেখা শেষ না করেই। পরিবার : স্ত্রী লরেন পাওয়েল। এই ঘরে জবসের তিন সন্তান রিড পল, এরিন সিয়েনা ও ইভ। ক্যারিয়ার : ১৯৭৬ সালে অ্যাপল প্রতিষ্ঠার আগে স্টিভ জবস কাজ করতেন ভিডিও গেইম নির্মাতা আটারিতে।

১৯৮৪ সালে বাজারে ছাড়েন ম্যাক কম্পিউটার। অ্যাপল প্রতিষ্ঠার পর তাঁর তত্ত্বাবধানেই বাজারে আসে আইপড, আইফোন, আইপ্যাডসহ বিভিন্ন জনপ্রিয় প্রযুক্তিপণ্য। মৃত্যু : ৬ অক্টোবর, ২০১১।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।