আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত সংলাপ - ২৩ (ভালোবাসিনা আর!)

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ২২ ( আজ কি ঈদ!) : হাতে প্রাণ নেই যে! (অভিযোগ) : থাকে কি? : ছিলো তো : কি জানি (ভাবলেশহীন) : উচ্ছলতাও নেই : আমি এমনই (উদাস) : এমনতো ছিলেনা! (আক্ষেপ) : হয়ত তুমিই বানিয়েছ : কিভাবে! : সন্দেহ ও ভালোবাসায় ঘিরে : ভালোবাসা ও সন্দেহ সহোদর : বলয় করে ঘিরে ফেলে : বলয় চাওনা? : বড্ড বন্দী লাগে : ভালোবাসা তবে কি? : খোলা আকাশে দু'টি পাখী পাশাপাশি : এখন? : খাঁচা নয়, চিড়িয়াখানায় বন্দী : অভিযোগ করছো : শুনে তুমি অভ্যস্ত নও : তবে? : করেই অভ্যস্ত তুমি : আজ করছো যে! : মনে হচ্ছে আর পারছিনা : ভালোবাসোনা? : অনেক : আকাশে উড়তে চাওনা? : পেলাম কই? চিড়িয়াখানায় বন্দী : পথ চলতে চাওনা? : কম্প্রমাইজ করে করে ক্লান্ত : কি বলছো বুঝো? : হ্যাঁ, আমি মু্ক্ত হতে চাই, আজাদ : চাইলেই পারবে? : আটকাবে? : তবে? : এও ভুল করছো : এর মানে কি? : ভালোবাসলে ছেড়ে দিতে হয় : হারিয়ে যাবার ভয় থাকে : পাখীরা আকাশে পায়ে পায়ে বাধা থাকেনা! : আমরা পাখী নই : আমি পাখী হতে চাই, মু্ক্ত আকাশ চাই : পাবে? : খুঁজে দেখি, যাই? : (চুপ) : ভালো থেকো। ১-১০-০৮, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।