আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গ সমুদ্রের তীরে...

রিজওয়ানুল ইসলাম রুদ্র উৎসর্গ : আমার শৈশব সমুদ্রের নিঃসঙ্গ তীর মানে কি এই নিথর পাথরশরীর, ক্রমাগত তীব্র ঢেউ আর যৌনবেগে ধাবমান নোনাস্রোত... উচ্চকম্পাংকে চূর্ণ-বিচূর্ণ কাচের উড়োজাহাজ, রক্তাক্ত হাতে নির্জীব ফুলের মৃত্যু! মৃত্যুর মানে কী শুধুই প্রোটোজয়িক দুঃস্বপ্ন? ত্রিমাত্রিক জগতে নিজের নিঃস্ব, রিক্ত, গ্লানিমাখা মুখে শোকের অবদমন। মনে নেই কারও সেই সোনালি রঙিন দুপুর, কিংবা ঘন নীল বিষণ্ন সেই জোছনা রাত, এক বিশাল ফার বৃক্ষের নিচে দাঁড়িয়ে কাঁদছেন অ্যান্ডারসন,খুব কাছেই ঘুরছে সেই দুঃখী লাটিম ও লাল বল... ভালোবেসে এভাবে হারাতে হয়, এভাবে নিঃসঙ্গ হতে হয়? আমিতো নিছক এক হাতভাঙ্গা উদ্ধত টিনের সেপাই, সবকিছু হারিয়েও যে যুদ্ধে যেতে প্রস্তুত! কিংবা বড়দিনের শীতরাতে ম্যাচবাক্স হাতে হিমশরীরে দাঁড়িয়ে থাকা কিশোরী মেয়েটা; মৃত্যুর পরও যে কী সুন্দর করেই না হেসেছিলো! এসব স্বপ্নই থেকে যাবে ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তের আড়ালে, ভিনদেশী চক্রে গর্জে উঠবে পিলখানা, বিডিআর বিদ্রোহ! খুন হবে মানুষ, জনতার রাজপথে ভাসবে রক্ত... বৃদ্ধ ঈশ্বর নাকি সবাইকেই নিয়ে যাবেন স্বর্গে... আমার ইচ্ছে নেই ওখানকার, নিঃস্ব পৃথিবীর ছায়াপথে বিশাল অন্তরীক্ষের দিকে তাকিয়ে মৃত প্রেমিকার হাতে হাত রেখে জেগে থাকাতেই সুখ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।