আমাদের কথা খুঁজে নিন

   

কোঠা পদ্ধতি মুক্তিযোদ্ধাদের জন্য সম্মান নাকি অসম্মান

মাহবুবুল আলম পলাশ মুক্তিযোদ্ধাদের প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছিঃ মুক্তিযুদ্ধে বাবার বয়স ছিল ১০ আর দাদা ছিলেন ৬০,তারা মুক্তিযুদ্ধে যাননি...এই কি মোর আপরাধ । এই অপরাধের কারনেই আজ আমার চেয়ে খারাপ রেসাল্ট করেও আমার বন্ধু ভাল স্কুল, কলেজ ,এমনকি মেডিকেল চান্স পেয়ে গেল কারন তার জন্য আছে মুক্তিযোদ্ধা কোঠা ।কোঠা পদ্ধতি তাদের জন্য যারা সুবিধাবঞ্ছিত ,পশ্চাতপদ যেমন: প্রতিবন্ধী,উপজাতি কিংবা আদিবাসী । আমাদের মুক্তিযোদ্ধারা অসহায় নাকি প্রতিবন্ধী,এই কোঠা পদ্ধতির মাধ্যমে আমরা কি মুক্তিযোদ্ধাদের প্রতিবন্ধী, সুবিধাবঞ্ছিত ,পশ্চাতপদের দলে ফেলে দিচ্ছিনা ,এতে কি তাদের সম্মান বাড়ছে ।বরং নতুন প্রজন্ম তাদের সুবিধাবাদী হিসেবে চিনছে ,পূর্বে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান দের জন্য কোঠাথাকলেও এখন তা নাতিনাতনি পর্যন্ত বারানো হয়েছে।শুধু শিক্ষাক্ষেত্রে না চাকরিক্ষেত্রেও এই কোঠা রয়েছে যারা শিক্ষাক্ষেত্রে কোঠা সুবিধা পেল তারা চাকরিক্ষেত্রেও একি সুবিধা পাচ্ছে । কারন তারা মুক্তিযোদ্ধার সন্তান যোগ্যতা না থাকলেও তাদের ত কোঠা রয়েছে । আজকাল আবার আরো অনেক রকম কোঠা যেমন শিক্ষা অফিস কর্মকর্তার সন্তান কোঠা ,সাংসদ কোঠা চালু হয়েছে কিংবা প্রক্রিয়াধীন রয়েছে ।এতে করে মেধাবিরা বঞ্চিত হচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর আরও অনেক উপাই আছে তাই যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা ও উপজাতি ছাড়া সকল কোঠা অবিলম্বে বাতিল করা উচিৎ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.