আমাদের কথা খুঁজে নিন

   

আমৃত্যু মুক্তিযোদ্ধা কোঠা ও হাবিজাবি কোটা ও মেধাশূন্য এক জাতি।

বুদ্ধিজীবী হতে ডিগ্রী লাগেনা। বলতে পারেন কোন জাতির কথা বলছি? অবশ্যই পারবেন। কারন আমরা বাঙ্গালী । আমাদের জেনারেল নলেজ অনেক ভালো। কলেজের স্যারদের মত বই পড়ে আমাদের এই নলেজ মস্তিষ্কের ভিলেজে আনতে হয় না।

আমাদের দেশে কিছু, না না অনেক, অনেক মহামানব আছেন। যারা একাত্ত্বরের মহান স্বাধীনতা যুদ্ধে সাহস দেখিয়ে পাকিস্তানী খেদিয়ে আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়েছেন হাসিনা খালেদা ও তাদের বংশধরদের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। তাদের কাছে আমাদের এই দুই মহান মহিলা নেতা মহা কৃতজ্ঞ। পারলে তো দেশটা তাদের লিখে দেন। কিন্তু তা তো হতে পারে না।

তাই তাদের ছেলে মেয়েদের জন্য সবরকম সুযোগ সম্বলিত কোটা প্যাকেজ ছাড়া হল। তাদের ছেলে মেয়েরা এটা লুফে নিল। আর আমাদের মত কিছু হতভাগা যাদের বাপচাচারা যুদ্ধে যায় নাই তারা হিংসায় জ্বলে পুড়ে খাঁক হতে লাগ্লাম। পারলে তো বাপ্টাকে এখনি যুদ্ধে পাঠিয়ে দেই। যাহোক মূল রচনা অনেক আগেই পোস্ট করেছি।

হাতে সময় থাকলে আরেকবার পড়ে দেখুন। শক্ত কোন যুক্তি থাকলে সেটা বলে আমাকে লজ্জা দিনা। ভাগে কম পড়লে রাজাকার বলে ভাজা ভাজা করে দিন। আমার গায়ে লাগবে না। আরে ভাই আমি কি পাকিস্তানের বন্ধু নাকি যে আমাকে রাজাকার বললে খেপবো! মুক্তিযোদ্ধার নাত্নী, দাম তার অনেক, যদিও সে দেখতে হয় তাল গাছের পেত্নী মুক্তিযোদ্ধার নাত্নী, দাম তার অনেক, যদিও সে দেখতে হয় তাল গাছের পেত্নী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।