আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখ!!!!

প্রত্যেকটা মানুষের মনে অনেক রকমের দুঃখ। ছোট দুঃখ, বড় দুঃখ, অর্থহীন দুঃখ, অর্থযু্ক্ত দুঃখ। মানুষের দুঃখের যেন শেষ নাই। এটি মানুষের নিত্য সঙ্গী। কিছু দুঃখ খুব তীব্র, আবার কিছু দুঃখ ৫ মিনিটেই শেষ।

তীব্র দুঃখগুলো কিন্তু কখনো ছেড়ে যায় না। এরা হয়ে ওঠে মানুষের খুব প্রিয় সঙ্গী। একান্ত প্রিয়। নিভৃতে মানুষ সেই তীব্র দুঃখের সাথেই সময় কাটাতে ভালোবাসে। সে হয়ে ওঠে দুঃখবিলাসী।

তার এই অযাচিত দুঃখবিলাস বাইরের মানুষের কাছে একটা ঢং ছাড়া আর কিছুই না। কিছু দুঃখ বড়ই বেয়াড়া। হাজার দৌড়াও, ঠিক পেছন পেছন হাজির। কারণে অকারণে হাজির। এক সময় দৌড়োতে থাকা মানুষটা বুঝতে পারে, মিছেই সে দৌড়ে মরছে।

কারণ দুঃখ বাবাজি পেছন পেছন মোটেও দৌড়ে আসছে না। সে মাথার উপর দিব্যি আরাম করে পা এর উপর পা তুলে বসে আছে। মাঝে মাঝে বিশ্রীরকম ফ্যাক ফ্যাক শব্দ করে হাসছে। অসহায় মানুষ তখন মাথা কুটে মরে। (এইটুকু আজে বাজে লিখতে গিয়েই ধৈর্য শেষ।

) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.