আমাদের কথা খুঁজে নিন

   

"দুঃখ দুঃখ" কথা: সুজয় আহমেদ



দুঃখ, দুঃখ, দুঃখ পেলাম দুঃখ, দুঃখ, দুঃখ পেলাম হায় আমি ঢাকার মেয়েরা চেনে টাকা তাই আমার পকেট ফাঁকা চলে না মনের চাকা তোমার সাথে প্রথম দেখা, বলেছিলে একা আসলে সবই ধোঁকা ঢাকার মেয়েরা চেনে টাকা তাই আমার পকেট ফাঁকা চলে না মনের চাকা জীবনের সাথে করেছো খেলা, এখন বুঝি ঠ্যালা সব ছেরে ছুঁরে পালা। তুমি এক যাযাবর, মাথায় ভরা গোবর তোমার সাথে প্রেম করতে বয়ে গেছে কি টাকা ছাড়া দুনিয়ায় কিছু না পাওয়া যায় তোমার সাথে প্রেম করার আগে বুঝিনি। তোমার আজ এই কথা মনে লাগে ব্যাথা চলেছো কোথায় একা আমি এক মিলেনিয়াম বোকা শুনলাম তোমার কথা খেলাম জীবনে ছ্যাঁকা তোমার আজ এই কথা মনে লাগে ব্যাথা চলেছো কোথায় একা তোমার জন্য লেখা কথা, খুললাম গানের খাতা যদি একটু পাও ব্যাথা। তোমারি কারনে কাঙাল আমি খোইয়েছি কত মালপানি চুরি করেছি কত বাবার পকেট খাওয়াতে হবে তোমায় চিকেন নাগেট মার হাতে কত চর খেয়েছি চন্দ্রিমা-সংসদে কত ঘুরেছি ভালবেসে বলতে পাগল আমি মনে মনে ভাবতে আস্ত ছাগল আমি। আমি ছিলাম তোমার শ্বপন-শুখের ঠিকানা তোমার মনে ছিলো যে লোভের বাসনা তাই করেছো আমার সাথে টাল বাহানা ভালো হতে পয়সা লাগে না। Guess you’re wrong, If you thought I was yours, Boy you ain’t worth my time, Now here I go saying goodbye get out of my face for life.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.