আমাদের কথা খুঁজে নিন

   

হইতে পরিমল পাইবে কানিজ আলমাস খান

আবেগ হীন তবে অনুভূতী সম্পন্ন হতে চাই। । বরাবর, কানিজ আলমাস খান। মালীকীণ Persona। ম্যাডাম, ছালাম নিবেন ।

জেল খানায় বসে আপনার নামে বেশ ঊদ্দীপ্ত খবর শুনলাম । প্রথম খারাপ লেগেছিল এই মনে করে যে আপনার প্রতিযোগীরা আপনার নামে কুৎসা রটাচ্ছে । পরে বুঝলাম ঘটনা সত্য যা আপনি নিজেই খানিকটা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছন । এখন আমি যারপর নাই খুশী । লোকে বলে আমি শিক্ষকতার মত মহৎ পেশাকে বলাৎকার করেছি ।

আপিনও তো কম যান না । একজন সম্মানিত নাড়ী উদ্যোক্তা হয়ে পুরো পেশাটাকে উলঙ্গ করেছেন যাতে আমার মত লম্পটদের কাজ আরও সহজ হয়!!! ধন্যবাদ আপনাকে আমাদের কাজ সহজ করে দেবার জন্য। ভালোই হয়েছে একজন উলঙ্গকারীর সন্ধান পেয়ে যা বলাৎকার কারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ । ম্যাডাম...এইবার কাজের কথায় আসি। যেহেতূ আপনার একটা ব্রান্ড নেইম আছে আমার ও আছে তাই চলুন একটা নতুন ব্রান্ড দাড় করাই।

কারণ পুরাণ পেশায় আপনার DOWNTURN চলছে আর আমিও তো পূরা Peak থেকে মাটীতে। যা বলছিলাম আপণি আমি একত্রে(মানে নতুন BRAND NAME) যা হবে MAM!!! আমার ভাবতেই উত্তেজনা এসে যাচ্ছে । আমাদের নতুন টা হবে আমাদের দুজনের মিশ্রণে(মানে নাম এর মিশ্রণে) । যেমন হতে পারে পরিমল এর পরি আর পারসোনা’র সোনা মিলে পড়িসোনা কিংবা পরিমল ধর এর “ধর” আর Persona এর sona মিলে “ধরসোনা”। তো আসুন, আধুনিকতার নামে পর্দার আড়ালে আমরা আস্লীলতার চর্চা করি,আমাদের মত নীতিহীনদের উৎসাহিত করি।

ম্যাডাম আমার অবস্থা ত বেশি খারাপ , মিডিয়া তো পুরা আমার বিপক্ষে ছিল আপনে এই ক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে, একেই বলে Experience makes the diffrence। প্রথম অন্ধকার (একটি পত্রিকার নাম) এর সাথে আপনার যে Favecal জোড়া তা আসলেই দেখার মত। তো আসুন,প্রচার এর নামে নীচুতার সর্ব নিম্ন স্তরে নিজেদের কে নামাই। বিশ্বাস করুন MAM আমরা দুজন শুরু করলে যা হবে না MAM মানুষ শুধু চেয়ে চেয়ে দেখবে আর Synergy Effect(১+১=৩) তো আছেই। তো আসুন, নিরাপত্তার নাম করে পুরা দেশটাকে আপনি উলঙ্গ করবেন আর আমার মত বলাৎকার কারীর কাজে সারা বিশ্ব মজা নিবে WWW এর মাধমে।

ম্যাডাম, শুনলাম সুধু নাকি CCTV এর বড় ক্যামেরা ধরা পরসে Hidden গুলার কি অবস্থা। বুঝলাম না আপনি একজন অভিজ্ঞ মানুষ হয়ে কেন যে বড় ক্যামেরা লাগাইতে গেলেন। নাকি হই তুলে বড় কোন মার্কেট এ ঢোকার Strategy? আপনার গলার Voice তো এখনও কমে নাই। কোন দল এর সাপোর্ট এ আছেন, সরকারী না বিরোধী? ইতি, আপনার একজন উত্তরসূরি কিন্তু ধরা আগেই খাইছি। পরিমল ধর... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.