আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াত ইসলাম ধর্মকে কলুষিত করেছে: হানিফ

রফিকুল ইসলাম : ---------- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জামায়াত ইসলাম ধর্মকে কলুষিত করেছে। এরা মুখে ধর্মের কথা বললেও অন্তরে তা লালন করে না এবং এদের কর্মকান্ডের করণেই ইসলাম ধর্ম প্রশ্নবিদ্ধ হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় পল্লবী থানার লালমাটিয়ার টেম্পু স্ট্যান্ডে ৫ নম্বর ওয়ার্ড যুব লীগের উদ্যোগে বিএনপি-জামায়াত শিবিরের সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের এই দেশের জনগণের সঙ্গে কখনও সম্পৃক্ত ছিল না। এরা কখনও জনগণের রাজনীতি করেনি।

এরা ১৯৭১ সালে জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছিল। এদের কারণে দেড় কোটি লোককে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে হয়েছিল। হানিফ বলেন, জামায়াত এখনও তাদের চরিত্র বদলতে পারেনি। ১৯ সেপ্টেম্বর তাদের তা-বলীলা সে কথাই প্রমাণ করে। তারা বিনা উস্কানীতে ভাংচুর এবং তা-বলীলা চালিয়েছিল।

এরা যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য এবং যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পায়তারা করছে। আর এদের মদদ দিচ্ছে বিএনপি। বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল হিসেবে দাবি করলেও যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে জামায়াতের সঙ্গে গাটছাড়া জনগণকে অবাধ করে দিয়েছে বলেও তিনি জানান। মূলত বিএনপির নেত্রী তার দুর্নীতিবাজ দুই ছেলেকে রক্ষার জন্য দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাই। সে কারণেই তারা সরকারকে উৎখাতের হুমকি দিচ্ছে।

কিন্তু দেশের জনগণ সেটি কোনোদিনই হতে দেবে না। দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ কখনও রাজনীতি করতে পারে নি। বিএনপিও জনগণের বিরুদ্ধে রাজনীতি করতে গিয়ে গণ বিচ্ছিন্ন হয়ে যাবে। ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক আলতাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন মোল্লা, আওয়ামী যুব লীগের প্রেসিডিয়াম সদস্য হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম শাহিন, ঢাকা মহানগর উত্তর যুব লীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান মিছিল, পল্লবী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.