আমাদের কথা খুঁজে নিন

   

সিসি ক্যামেরা= পারসোনা + মলম পার্টি।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ পারসোনার ঐ গন্ধযুক্ত সাইনবোর্ড আর কতক্ষন ঝুললেও তা থেকে গন্ধ ছড়াবে না তা একমাত্র মডারেটররাই জানেন, তবে আমার নাকে এখোনই গন্ধ লাগছে। চুরতো ভাই চলে গেছে, এখন সবার সিআইডি সেজে লাভ কি????? পারলে এমন কোন কিছু নিয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করুন যা থেকে জাতী অনেক উপকৃত হবে। শতকরা কয়জন মানুষ পার্লারে যায়?? পরসোনার সিসি ক্যামেরার কথা ভাবতে ভাবতে আমার মলম পার্টির কথা স্নরণে চলে এলো। গত রমজান মাসে দেশে এসে আমি একবার এটিএন নিউজ এর অফিসে যাই।

মিশুক মনিরের সাথে ভাল সম্পর্ক থাকার দরুন অফিসের সবাই আমার সাথে গল্প করতে শুরু করে। গল্পের মাঝে অনেক বিষয় চলে আসে, আমি তখন এক বড় কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, একটি টিভি সিংবাদ চ্যানেল এর দায়বদ্ধতা কতটুকু। তিনি জবাবে বললেন, আমাদের কাজ শুধু কতৃপক্ষকে ঘটনা সমন্ধে অবহিত করা। কতৃপক্ষ কতটুকু কি করল বা না করল সেক্ষেত্রে আমাদের বাধ্যবাধকতা আছে, যেমন মলম পার্টি। তিনি বললেন, মাত্র চারটি সিসি ক্যামেরাই পারে ঢাকা শহড়ের মলম পার্টির উৎপাত ৮০% কমিয়ে দিতে।

আমি কৌতুহল বশত জিজ্ঞেস করলাম কিভাবে সম্ভব সেটা? তিনি বলতে লাগলেন, ঢাকার চারটি মূল স্কয়ার যেমন খিলগাও, ফার্মগেট, গুলিস্তান, যাত্রাবাড়ি পয়েন্টে চারটি সিসি ক্যামেরা লাগাবে, ব্যাস খেল খতম। কারণ অধিকাংশ মলম পার্টিই এই অন্চল থেকে আক্রমন করে থাকে। যখনই কাউকে পাওয়া যাবে যে সে মলম পার্টির হাতে অজ্ঞান হয়েছেন, তখন সে শুধু মোটামোটি টাইম বলবেন যে, সে কয়টার দিকে কোন এলাকা থেকে আক্রান্ত হয়েছেন। সেই নিদৃষ্ট সময়ের ক্যামেরা চেক করলেই খুব শহজেই আকরমনকারীকে ধরা যাবে। যেটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার।

আর স্বাভাবিক ব্যাপারটি পুলিশ কর্মকর্তারা যে কেন বুঝেন না, বা বুঝলেও পদক্ষেপ নেন না, কিই বা তাদের স্বার্থ, এটাতো বুঝা যাচ্ছে না। ডজিটালা যুগেও রাজধানির কোন রাস্তায় ক্যামেরা নেই এটা যে বরই লজ্জাজনক। সেই লজ্জা অনেকটাই কমিয়ে দিল পারসোন। সরকার রাস্তায় গড়িব মানুষদের জন্য ক্যামেরার ব্যাবস্থা না করতে পারলেও একটি কম্পানি একেবারে আন্দর মহলেও ক্যামেরার ব্যাবস্থা করেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.