অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এ দিনটির জন্য আমরা অপেক্ষা করেছিলাম। রাজাকারদের শিরোমনি গোলাম আযমের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। ২০১০ সালের ১ অগাস্ট মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। ২০১২ সালের ১৩ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাক্ষীদের জবানবন্দী গ্রহণ, দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনসহ বিচারিক প্রক্রিয়া শেষে গত ১৭ এপ্রিল গোলাম আযমের মামলাটি অপেক্ষমান রাখা হয়। প্রায় ৩ মাস অপেক্ষমান থাকার পর মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু যথার্থভাবেই বলেছিলেন, ‘গোলাম আযম শুধু মুক্তিযুদ্ধকালের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের “মাস্টারমাইন্ড” ছিলেন না, তিনি ছিলেন মূল নির্দেশদাতা ও পরিকল্পনাকারী।’ সুতরাং গোলাম আযমের মামলার রায় সামগ্রিকভাবে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।