আমাদের কথা খুঁজে নিন

   

আমরা Student না কি ছাত্র?????

দাঁড়িয়ে থেকো সরে যেওনা...এখানে দাঁড়ানো তোমার অধিকার... ‘‘আপনি একজন নিরাপদ ব্লগার আপনার লেখা সরাসরি সংকলিত পাতায় প্রকাশিত হবে। ’’ ...এই লিখাটি দেখার পর কিছু লিখার প্রয়োজন বোধ করছি...... আমি বাংলাদেশের কোন একটি কলেজের ছাত্র। অনেক আশা নিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম। জীবনের কিছু ভাল মুহূর্ত এখানে উপভোগ করেছি। এই সময় দুষ্টামি/শয়তানি সবই করেছি।

তবুও কিছু ‘‘কিন্তু’’ থেকেই যায়......... আমরা ছাত্র। তাই আমাদের সাত খুন মাফ। কিন্তু আমদের এই সত্য স্বীকার করতে হবে যে আমদের বাবা,চাচা,মামা রা যে সম্মান পেতেন তা আমরা পাই না এবং এর জন্য দায়ি আমরা। এর কিছু কারণ আমি পেলাম......... ০১। কলেজ ভর্তির পর এমন বাতাস লাগে যে নিজেকে অনেক বড় মনে হয়।

কোন বাধা মানতে রাজি নই আমরা। এটা অবশ্য বয়সের দোষ। আমাদের দোষ দিতে পারবেন না। কাজী নজরুল তার অনেক কবিতা তেই তারুন্নের জয়গান গেয়েছেন। তাই সবার সাথে বেয়াদপির মাত্রা টা একটু বেরে যায়।

০২। বড় হয়েছি। মন একটু উরু উরু করবে, এটাই স্বাভাবিক। তাই রাস্তা দিয়ে যখন কোন মেয়ে যায় তখন একটা ‘চিল্লানি’ দেই, Bad Comment করি......এটা কি আদও ঠিক??????...প্রশ্ন থাকল...... ০৩। আমরা বাসে ভাড়া দেই না।

এটা ৭০% Student(আমি এই দলের একজন অন্যতম সদস্য) করে থাকে। ভাড়া চাইলেই বলি “মামা...student...ভাড়া কিসের???...সামনে যাও...ভাড়া কাট’’.....এরপরও যদি ভাড়া চায় তাহলে তো একদম বাস মালিকের ১৪ পুরুষের নাম উদ্ধার করি। আর যদি আমি কোন High-voltage College এর Student হই এবং সাথে কিছু বন্ধু থাকে তাহলে হাত নারানারি না করে পারি না। ০৪। “মামা......তুই কই???......বাসায় যা গা...কলেজের সামনে মারামারি হবে...”...এই কথা শুনতে শুনতে কলেজ জীবন এর শেষে চলে আসলাম।

আমদের মারামারি করার মূল কারণ সম্ভবত নিজেরাও জানি না, কারণ লাগে একজনের সাথে আর তার ভুক্তভোগি হয় আর একজন। উপরিউক্ত কারণ ব্যাতিত আরও কিছু কারণ রয়েছে, লিখতে ইচ্ছা করছে না। পোস্ট টি পরে বুঝতেই পারছেন আমি কত খারাপ লিখি...লিখা লিখিতে আমি আসলেই “আকাইম্মা”......কোন ভূল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন......ধন্যবাদ...... [n.b: উপরের কথা গুলি সবই আমার এবং আমার কিছু বন্ধুর নিজস্ব মতামত...কারও মনে আঘাত দিয়ে থাকলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি... ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।