আমাদের কথা খুঁজে নিন

   

'Birliant student'

আমার এক খালাতো ভাই এবার নয় ক্লাশ পাস দিয়ে দশ ক্লাশে উঠছে। ছাত্র খুব একটা খারাপ নাহ। এস.এস.সিতে ভালো একটা রেজাল্ট করায় আমি আমার পরিবার,আত্মীয় স্বজন এবং এলাকার সবার কাছে খুব ভালো ছাত্র (যদিও তা একেবারেই ঠিক নাহ) হিসেবে পরিচিত। তাই আমার খালাতো ভাইটি তাহার এক জটিলতম সমাধানকারী হিসেবে আমাকে বেছে নিল। ও নানা বাড়ীতে থেকে লেখাপড়া করতো আর নানা বাড়ী এবং আমাদের বাড়ী কাছাকাছি হওয়ায় সে তার সেই জটিল সমস্যার সমাধান পাওয়ার আশায় আমার সরনাপন্ন হয়।

তার এই জটিল সমস্যাটি ছিল যে তিনি একখানি প্রশ্নের সমাধান খুঁজে পাইতাছেন নাহ তাই আমার কাছে আসছে ঐটা বুঝিয়া লইতে। আমিও খুব জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে তাহার জটিল সমস্যার সমাধান করতে আগুয়ান হলাম কেননা তখনও পর্যন্ত আমি আমার নিজের অবস্থা সম্বন্ধে অজ্ঞ নই। প্রশ্নখানা পড়ে বুঝলাম এর সমাধান করা আমার মতো এহেন গর্দভের কর্ম নয়। অতিশয় কৌশলে তারে প্রশ্নখানা বুঝানোর চেষ্টা করতে লাগলাম কিন্তু যা আমি নিজে বুঝিনা তা অন্যজনকে কিভাবে বুঝাবো। আমার অবস্থা তখন অতিশয় সংকটাপন্ন।

এই সংকটাপন্ন অবস্থা থেকে বাঁচাতে আমি স্যার দেবদূতের মতো আসিয়া আমারে রক্ষা করলো। কারন আমি তখন ওরে স্যারের আইছে বলে পরে আসতে বললাম (যদিও পরে ও আর আসছিলো নাহ)। খালাতো ভাইয়ের কাছে মান-সম্মানহানী থেকেতো বাঁইচ্যা গেলাম মাগার নিজের অবস্থার কথা চিন্তা করলাম আর নিজেরে নিজেই একখানা উপাধীতে ভূষিত করলাম, . . . . 'most birliant boy of the world' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.