আমাদের কথা খুঁজে নিন

   

আয়াত ই রাসুল

বাংলাদেশের রাক্ষস রাজনীতিবিধদের মনে প্রানে ঘেন্যা করি। আয়াত ই রাসুল আমার নাম ছদ্য নাম । নাম ছদ্য কারন আসল নাম দিলে সকল বিষয় সেয়ার করা যাবে না । কিছুটা আড়াল হওয়া বা নিরাপদ থেকে উপস্থাপনের জন্য এই ছদ্যবরণ । নাম টা আমার খুব প্রিয় কারন এই বিষয়টা আমার খুব প্রিয় ।

আনেক দিন ধরে চিন্তা করছিলাম নিজের মনের কথা গুলো কিছু মানুষের সাথে সেয়ার করবো । সময় সুযোগ না হওয়ার কারনে হয়ে উঠে না । তবু নিজেকে সমাজের সহজ জটিল সকল বিষয় নি্যে আমার চিন্তা ভাবনা কি এইটাও জানান দরকার । আপনাদের মধ্যে একজন মানুষ আপনাদের মতই ৯০ ভাগ তারপরও ১০ভাগ ভিন্নতা আছে সে টুকু আপনাদের সাথে সেয়ার কারাই উদ্দেশ্য । এখন আমার কিছু বিষয় আচে জানবার ! সামহোয়ারইনব্লগ - কেমন ? এখানে ব্লগিং কি ব্লগারের জন্য নিরাপদ ? ব্লগার যদি ভিন্ন মতবাদের হয় তবে তার মতামতের মুল্য এদের কাছে কেমন ? কতটা গনতান্রিক ? সলীনমতাদর্শের ব্যাক্তিদের মত যত ভিন্নই হোক তার প্রতি সম্মানবোধ তাদের কেন ? আমি একটা বিষয় নিয়ে লিখলাম অথচ আনেকে ভাললাগলোনা তখন আমার মতের মুল্যায়ন কিভাবে এরা করবে ।

আমি কষ্ট করে ব্লগ লিখতে থাকবো আথবা ব্লগং করবো হঠাৎ কোন কারন বা ইনফর্মেশন না দিয়েই ব্লক বা ব্যান করে দেয় কি না ? যাই হোক আমি এ-টুকু বুঝি আমার দেশের মানুষ আমরা সবাই একরকম । যেমন শেখ হাসিনা তেমনই খালেদা জিয়া , যেমন আমি তেমনি আপনি । আমরা সবাই দেশ কে ভিষন ভালবাসি সব সময় .. কিন্তু কিছু সময় নিজের জন্য ভাবি নিজের ভাল মন্দো তো নিজে কেই দেখতে হবে তাই না । আমার ভবিষ্যত তো আর আরেকজন করে দেবে না , এটাকে আমারই নিরাপদ করতে হবে । নিজের পরিবাররের নিরাপত্তা আমাকেই নিশ্চিত করতে হবে ।

টাকা কামাইয়ের সুযোগ জীবনে খুব কমই আসে সে সময়ে কেবল মন দিয়ে টাকা ইনকাম করবো । কিছুটা অসৎ হতে দোষ নেই যদি নিজের , পরিবারের ভাল একটা ভবিষ্যত নিশ্চিত করা যায় , কোন সমস্যা নাই । তবে যে কোন বিষয়ে মতামতের সময় যথেষ্ট আদর্শবানের মত আচরণ থাকবে আমার খুব নৈতিক বিষয়ে সব সময় আগ্রহের সীমা নেই । ভিতরে বাহিরে ভিষন ভাল মানুষ আমরা । সুন্দর গান সুন্দর ছবি আকা থেকে শুরু কড়ে সকল সুন্দর বিষয়ে আমাদের আগ্রহের কমতি কোন সময় হয়না ।

আমার নিজের হয়ে গেলে ( পরিমানের আনেক বেশি ) সাধারনের জন্যেও কিছু করার কথা চিন্তা করি । যেন স্কুল কলেজ বা সামাজিক কর্ম কান্ড করা আর কি গ্রমের লোকদের বাড়িতে গিয়ে সাহায্য করা । যাক । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.