আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে জানে আমার মা, আর জানো তুমি

শাফিক আফতাব............. পৃথিবীর কোনো রমণী জানেনা, আমার গোপণ খবর, আমি মাংশাসী প্রাণী এক, আমার হজম শক্তি প্রখর, আমি একটু ভালোবাসা পেলেই কেঁদে ফেলি, নুয়ে পড়ি লক লকে লাউপাতার মতোন _ আমি ঘুমে গেলে , ঘুমের ঘ্রাণে যে গোলাপ ফোটে ; তা শুধু তু্মিই স্পর্শ করতে পারো। আর কে জানে আমাকে, বলো ? আমি ছেলেবেলায় স্কুল পালিয়ে মাকে যেমন সব বলেছি আমি বড়বেলায় অবিকল শিশুর মতোন আমার ভালোলাগা তোমাকে বলেছি তুমি কাছে এলে আজকের আকাশের রঙটা কেনো হালকা নীল তাও বলেছি তোমাকে। আমার প্রাকৃতিক গ্যসফিল্ড হতে অহেতুক ছন্দপতনে যদি দরপতন ঘটতো তাও তোমাকে বলেছি, একবার ক্যাম্পাসে একটি আদিবাসি মেয়ে আমাকে শিস দিয়েছিল, বলো, তাও বলিনি ? পৃথিবীর কোনো রমণী যদি বলে, জানে আমাকে, আমি তার জিভ কেটে দেবো। পৃথিবীর কোনো রমণী জানে না আমাকে। জানে আমার মা আর জানো তুমি,এই দুজনই আমার মনোভূমি। ১৫.০৭.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.